ভারতের নাগাল্যান্ডের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম হুনিশে অনলাইনভিত্তিক বিভিন্ন তথ্য প্রকাশ ও শেয়ার করার জন্য প্রস্তুত। বিশেষভাবে নাগাল্যান্ডের জন্য নির্মিত এই এপ প্রতিষ্ঠা করেন দুই বাল্যবন্ধু, কেভিচালহো ভিরি (জন জন) এবং থেজাসালি সোর্হি।
মূলত ভুয়া তথ্যগুলো থেকে রেহাই পেতেই এই এপের উৎপত্তি। এ এপের লক্ষ্য হলো নিরাপদ পরিবেশ প্রদান করা এবং উদ্দেশ্য হলো বাকস্বাধীনতাকে উৎসাহিত করা, সত্যকে সমুন্নত করা এবং লিঙ্গ, জাতি, ধর্ম, মতাদর্শের উপর ভিত্তি করে যেকোন ধরনের বৈষম্য মেনে না চলার নীতি তৈরি করা।
হুনিশের অর্থ হলো আপনি কি শুনছেন? নাগাল্যান্ডের জন্য বিশেষভাবে ডিজাইন করা সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ এপ এটি। এ এপের লক্ষ্য হলো এখানকার যেকোন বিষয়, স্থান এবং ঘটনা সম্পর্কিত সংবাদ প্রকাশের জন্য একটি বৃহত্তর প্ল্যাটফর্ম প্রদান করা। এখানে নাগরিকেরা উক্ত বিষয়, স্থান কিংবা ঘটনা সম্পর্কে তাদের নিজস্ব মতামতও দিতে পারবেন।
এ এপের মাধ্যমে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ খবর থেকে শুরু করে এ অঞ্চলের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে অবগত থাকতে পারবেন এবং এর পাশাপাশি নিজেদের মন্তব্যও প্রদান করতে পারবেন।
এই একটি প্ল্যাটফর্মই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমকে এক করছে যার ফলে ব্যবহারকারীরা অতি সহজেই দুই মাধ্যমের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
কেভিচালহো ভিরি, যিনি জন জন নামে পরিচিত তিনি একজন ক্রিয়েটিভ ডিরেক্টর, কন্টেন্ট নির্মাতা, বিশ্লেষক এবং সম্পাদক। এর আগে তিনি ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে ওয়েব এবং মোবাইল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন। এছাড়াও হংকং, সিঙ্গাপুর, ক্যালিফোর্নিয়া এবং চেন্নাই বিভিন্ন অঞ্চলে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।
আর্থ-সামাজিক, ব্যবসা এবং শিক্ষার উপর তার গবেষণা উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া জুড়ে প্রায় ১২ টিরও বেশি দেশে প্রকাশিত হয়েছে, যার পাঠক সংখ্যা ১৫০০ লাখেরও বেশি। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে কাজ করছেন।
অপরদিকে থেজাসালি সোর্হি আইআইটি খড়গপুর থেকে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি আইআইটি মাদ্রাজ-এ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং-এ অধ্যয়নরত। তিনি বর্তমান বিশ্বের চ্যালেঞ্জসমূহকে বাস্তবভিত্তিক সমাধানের সাথে মোকাবেলা করার জন্য প্রযুক্তি ব্যবহারে আগ্রহী।
এআইইএসইসি (বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন) এর একজন নির্বাহী হিসেবে থেজার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ১০০টিরও বেশি দেশের ব্যক্তিদের সাথে কাজ করেছেন এবং বিপণন, মানবসম্পদ ও ব্যবসায়িক উন্নয়নে দক্ষতা সম্প্রসারণ করে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন।
হুনিশে, উভয় প্রতিষ্ঠাতাদের সহযোগিতামূলক ধারণা এবং যৌথ প্রচেষ্টার ফলাফল।
এ এপে সমাজ সংস্কারক এবং প্রভাবশালীদেরকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে যেন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ব্যাপারটি সহজতর হয়।
স্থানীয় সংবাদ সম্পাদক, চ্যানেল, রিপোর্টারদের সাথেও যোগাযোগ করা হয়েছে। তাদের বিভিন্ন নিবন্ধ এবং প্রতিবেদন এ এপে প্রকাশিত হবে যা ব্যবহারকারীদের হোমপেজ বা ফিডে দেখা যাবে।
এটি আয়োজক এবং ব্যবহারকারীদের বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও সাহায্য করবে।
তাছাড়া এ এপের মাধ্যমে অনলাইন কেনাকাটাও করতে পারবে ব্যবহারকারীরা। বর্তমানে এমনই একটি পদক্ষেপ "দোকান" এর সাথে কাজ করছে এপটি।
এপটি নিরাপদভাবে ব্যবহারযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। এ এপ ব্যবহারকারীরা নিরাপদে যে কাউকে মেসেজ পাঠাতে পারেন।
যদিও যেকোন ব্যবহারকারী এ এপটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, তবে পোস্টে মন্তব্য প্রকাশ করা কিংবা মেসেজের সুবিধা উপভোগ করার জন্য ব্যবহারকারীদের কিছু অর্থ প্রদান করতে হবে।
অর্থ প্রদান নিয়ে অবশ্য এপটি সমালোচনার শিকার হয়। তবে জনগণের স্বার্থে একটি নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। সামান্য ৯৯ টাকা প্রদান করে ব্যবহারকারীরা এ এপের সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন।
একইসাথে, যখন ব্যবহারকারীরা এপ ব্যবহার করে কোন পণ্য এবং পরিষেবা ক্রয় করবে, তখন এ আয়ের একটি অংশ এপের স্থায়িত্ব এবং রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ করা হবে।
মূলত এই একটি এপের মাধ্যমে যেন ব্যবহারকারীরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারে সে চেষ্টাই করা হচ্ছে।
আই.কে.জে/