শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির সাধারণ শেয়ারহোল্ডাররা শেয়ার প্রতি ৩০ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় ১লা জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। 

একই সভায় উদ্যোক্তা-পরিচালকদের জন্য ৯০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি ৯ টাকা করে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানি কর্তৃপক্ষ।

উল্লেখ্য বিদায়ী অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা। সেখান থেকেই সাধারণ শেয়ারহোল্ডার এবং উদ্যোক্তা-পরিচালকদের মুনাফা দেওয়া হবে। 

এম.এস.এইচ/ 

ওয়ালটন শেয়ারবাজার

খবরটি শেয়ার করুন