শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৮০ শতাংশ ভারতীয় নরেন্দ্র মোদীর শাসন নিয়ে সন্তুষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৬ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

ভারতের ৮০ শতাংশ মানুষ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। দেশটিতে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন ভারতীয় মনে করেন যে মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারত আরো দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সম্প্রতি পিইডব্লিউ বা পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। 

জি-২০ শীর্ষ সম্মেলনের আগে প্রকাশিত এ সমীক্ষায় দেখা যায়, ৪৬ শতাংশ মানুষ ভারতকে নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন। অন্যদিকে ৩৪ শতাংশ মানুষের ধারণা নেতিবাচক এবং ১৬ শতাংশ জনগণ এ ব্যাপারে কোন মন্তব্য করেন নি।

ভারতকে নিয়ে সবচেয়ে বেশি ইতিবাচক ধারণা পোষণ করছে ইসরায়েল। এদেশের ৭১ শতাংশ জনগণ ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করেন। 

প্রধানমন্ত্রী মোদির বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, ভারতের বৈশ্বিক শক্তির পরিধি এবং ভারতীয়দের প্রতি অন্যান্য দেশের নাগরিকদের দৃষ্টিভঙ্গি পরীক্ষা করার জন্য ভারতের ২৬১১ জন সহ ২৪ টি দেশের মোট ৩০৮৬১ জন প্রাপ্তবয়স্কদের মধ্যে গত ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মে পর্যন্ত সমীক্ষাটি পরিচালনা করে পিউ রিসার্চ সেন্টার।

গত মঙ্গলবার এ সমীক্ষার ফলাফল প্রকাশ করা হলে দেখা যায়, প্রায় ৫৫ শতাংশ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং ২০২৪ সালে তিনি তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চাইছেন। এমতাবস্থায় তার প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এটা প্রমাণই করে যে নেতা হিসেবে তিনি সার্থক।

এ ফলাফলের প্রতিক্রিয়া স্বরূপ বিজেপি জানায় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আজও অক্ষুণ্ণ রয়েছে।

প্রতিবেদন অনুসারে, প্রায় অর্ধেক ভারতীয়দের (৪৯ শতাংশ) মতে, সম্প্রতি দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। আবার ৪১ শতাংশ ভারতীয়রা রাশিয়া সম্পর্কে একই কথা ভাবছেন। চীন সম্পর্কে ভারতীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়।

এম.এস.এইচ/

বিজেপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত

খবরটি শেয়ার করুন