বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নারী টেস্ট ক্রিকেট

৮৮ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস বিউমন্টের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ইংল্যান্ডের ডানহাতি ওপেনার ট্যামি বিউমন্ট - ছবি: সংগৃহীত

নারী টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ডানহাতি ওপেনার ট্যামি বিউমন্ট। ভেঙে দিলেন ৮৮ বছরের পুরোনো এক রেকর্ড। ইংল্যান্ডের নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার নজির গড়েছেন বিউমন্ট।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নারী অ্যাশেজের প্রথম টেস্ট একেবারে জমে উঠেছে। নটিংহ্যামে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের জবাবে ৪৬৩ করেছে ইংল্যান্ড। ইংলিশদের এই দারুণ জবাব দেওয়া সম্ভব হয়েছে বিউমন্টের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে।

বিউমন্ট ২০৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন। ৩৩১ বলের ম্যারাথন ইনিংসে ২৭টি বাউন্ডারি হাঁকান এই ওপেনার।

আরো পড়ুন: মোনেম মুন্নাকে মরণোত্তর সংবর্ধনা দেবে ইস্ট বেঙ্গল ক্লাব

ডাবল সেঞ্চুরি ছোঁয়ার আগেই অবশ্য বিউমন্ট ভেঙে দেন বেটি স্নোবলের গড়া ৮৮ বছর আগেকার রেকর্ড।

১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে নারী ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন বেটি। গত ৮৮ বছরে কেউ এই রেকর্ড ভাঙতে পারেননি। অবশেষে বিউমন্ট নাম লেখালেন ইতিহাসে।

এম/


ইংল্যান্ড ট্যামি বিউমন্ট

খবরটি শেয়ার করুন