সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘চার্জে দেয়া আইফোন নিয়ে ঘুমাবেন না’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফোনে চার্জ থাকার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সারাদিন ব্যবহারের পর রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন অনেক ব্যবহারকারী। অনেকের কাছে এটি একপ্রকার রুটিন হয়ে গেছে। তবে এই অভ্যাস ডেকে আনতে পারে বড় বিপদ। তাই সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাপল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ফোন কাছাকাছি রেখে ঘুমালে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়ে এরই মধ্যে অনেক গবেষণা হয়েছে। বিষয়টি সামনে এনে ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল।

আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল সম্প্রতি ব্যবহারকারীদের এ সতর্কবার্তা দেয়। এই সতর্কবার্তা অ্যাপলের অনলাইন ব্যবহারিক গাইডেও যুক্ত করা হয়েছে।

নির্দেশিকায় আরও জানানো হয়, কম্বল, বালিশ বা শরীরের মতো নরম পৃষ্ঠে রেখে ফোন চার্জ করা ঠিক না।

আইফোনের নির্দেশিকাতে উল্লেখ আছে, চার্জ হওয়ার সময় তাপ উৎপন্ন করে আইফোন। তাপ নির্গমন যথাযথভাবে না হলে এটি পুড়ে যাওয়ার শঙ্কা থাকে। তাই কম্বল, বালিশ বা শরীরের কাছাকাছি ফোন রেখে ঘুমানো অনিরাপদ।

আইফোন ব্যবহারকারীদের জন্য প্রাথমিক বার্তাটি ছিল, ‘পাওয়ার অ্যাডাপটার বা ওয়্যারলেস চার্জারে যুক্ত থাকা অবস্থায় কোনো ডিভাইস সঙ্গে নিয়ে ঘুমাবেন না।’

আর.এইচ 

আইফোন

খবরটি শেয়ার করুন