রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

‘মিস আমেরিকা’ হলেন বিমান বাহিনীর কর্মকর্তা মার্শ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘মিস আমেরিকা ২০২৪’ খেতাব জিতেছেন মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তা। তার নাম ম্যাডিসন মার্শ। স্থানীয় সময় গত রোববার (১৪ই জানুয়ারি) রাতে আমেরিকার ফ্লোরিডায় অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

আর সেখানেই সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর ২২ বছর বয়সী এই সেকেন্ড লেফটেন্যান্ট। সোমবার (১৫ই জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম। 

ম্যাডিসন মার্শ পেশায় মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট। একইসঙ্গে হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থীও তিনি। এর আগে মিস কলোরাডো ২০২৩-এর বিজয়ী প্রথম সক্রিয়-কর্তব্যরত বিমান বাহিনীর কর্মকর্তা হয়ে এই খেতাব পেয়েছিলেন মার্শ। এদিকে রোববারের এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রেউক্স।

সংবাদমাধ্যম বলছে, ম্যাডিসন মার্শ ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পরাজিত করে মিস আমেরিকা ২০২৪ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেন।

এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন এলি ব্রেউক্স, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালোরি হাডসন এবং চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলিন প্যারেন্ট। ২০২৩ সালের মিস আমেরিকা বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসনকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।


প্রশ্নোত্তর পর্বের সময়, ম্যাডিসনকে মিস আমেরিকা হিসাবে তার লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। নতুন এই মিস আমেরিকা তার সামরিক পরিচয়কে ‘আবেগের সঙ্গে’ শেখার এবং নেতৃত্ব দেওয়ার প্রতি তার প্রতিশ্রুতির কথা জানান। আবেগতাড়িত মার্শ ২০১৮ সালে অগ্ন্যাশয়ের ক্যানসার আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যুর কথাও বলেন।

খেতাব জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনও কিছুই অর্জন করতে পারেন। আকাশও আপনার সীমা নয় এবং আপনিই কেবল আপনাকে থামাতে পারেন।’ প্রসঙ্গত, গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেছিলেন ম্যাডিসন। তিনি ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি স্নাতক হন।

তার এই খেতাব জয়ের পর মার্কিন বিমান বাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে, ‘আমাদের নিজের #এয়ারয়ারম্যান দ্বিতীয় লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ ওরফে মিস কলোরাডোকে অভিনন্দন, যিনি সবেমাত্র মিস আমেরিকা ২০২৪- মুকুট জিতেছেন! মার্শ প্রথম সক্রিয়-কর্তব্যরত সেনা সদস্য যিনি এই শিরোপা জিতেছেন।’

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই. কে. জে/ 

হাবিব

২০২৪ মিস আমেরিকা ম্যাডিসন মার্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250