শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘লবণদানার চেয়ে ছোট্ট’ ব্যাগ বিক্রি হলো ৬৮ লাখ টাকায়!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আকার লবণের দানার চেয়েও ছোট, এমন একটি অতিক্ষুদ্র ডিজাইনের ব্যাগ বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকায়। হালকা হলুদাভ-সবুজ রঙের মাইক্রোস্কোপিক ব্যাগটি তৈরি হয়েছিল জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লুই ভুটনের একটি ডিজাইনের ওপর ভিত্তি করে। সম্প্রতি অনলাইন নিলামে এর দাম ওঠে ৬৩ হাজার মার্কিন ডলার। খবর সিএনএনের।

নিউইয়র্ক ভিত্তিক আর্ট কালেকটিভ কোম্পানি এমএসসিএইচএফ ওই ব্যাগটির নির্মাতা। অতিক্ষুদ্রাকৃতির ব্যাগটির ছবি চলতি মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামে শেয়ার করার পরপরই আলোচনায় উঠে আসে।

এমআইচএফ জানায়, ব্যাগটি এতই ছোট যে, এটি সূচের ছিদ্র দিয়ে অনায়াসে চলে যেতে পারবে। এমনকি এটি লবণদানার চেয়েও ক্ষুদ্র।

নির্মাতাদের মতে, বড় হ্যান্ডব্যাগ আছে, সাধারণ হ্যান্ডব্যাগ আছে, ছোট হ্যান্ডব্যাগ আছে। কিন্তু এটি হলো ব্যাগের ক্ষুদ্রকরণের চূড়ান্ত রূপ।

ব্যাগটি টু-ফটো পলিমারাইজেশন ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা মাইক্রো-স্কেল প্লাস্টিক পার্টসের ৩ডি প্রিন্টে ব্যবহৃত হয়।

ব্যাগটির সঙ্গে একটি মাইক্রোস্কোপ এবং একটি ডিজিটাল ডিসপ্লেও দেওয়া হয়েছে, যেন ক্রেতা তার পণ্যটি দেখতে পারেন।

আরো পড়ুন: হজের সর্বকনিষ্ঠ স্বেচ্ছাসেবী

এমএসসিএইচএফ প্রকাশিত ছবিতে দেখা যায়, ব্যাগের ওপর লুই ভুটনের ‘এলভি’ মনোগ্রাম আঁকা৷

একই ডিজাইনের আসল আকৃতির ‘এলভি’ ব্যাগের দাম ৩ হাজার ১০০ ডলার থেকে ৪ হাজার ৩০০ ডলারের মধ্যে।

অর্থাৎ, আসল ব্যাগের চেয়ে প্রায় ২২ গুণ বেশি দামে বিক্রি হয়েছে মাইক্রোস্কোপিক ব্যাগটি।

এম/আইকেজে 


Important Urgent

খবরটি শেয়ার করুন