ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার ‘ড্যাশিং হিরো’ খ্যাত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। শারীরিক অসুস্থতা ও চলচ্চিত্রের মন্দাবস্থার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। দূরে থাকলেও তার ভাবনাজুড়ে চলচ্চিত্রাঙ্গন। সেটা তার মুখের কথা শুনলেই টের পাওয়া যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশি চলচ্চিত্রের নানান বিষয়ে কথা বলেন সোহেল রানা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘লিজেন্ড’ উপাধি নিয়ে নিজের আপত্তির কথা জানান বরেণ্য এই অভিনেতা।
তিনি বলেন, ‘বর্তমানে সবাইকে আপনারা শিল্পী বানিয়ে দিচ্ছেন। আমি তো সব সময় বলি শিল্পী হওয়া এত সহজ না। আপনারা কিং বানিয়ে ফেলছেন, রাজা-মহারাজা বানিয়ে ফেলছেন। এমন কোনো বিশেষণ কি আপনারা বাদ রেখেছেন, যেটা চলচ্চিত্র জগতের মানুষদের সম্পর্কে আপনারা ব্যবহার করেননি।’
এ অভিনেতার কথায়, ‘আমাদের দু-একজনকে অনেকেই লিভিং লিজেন্ড বলেন। আগে শুনলে ভালো লাগত যে, ৫০ বছর কাজ করেছি, এরা আমাদেরকে মূল্যায়ন করছে। এখন দেখি সবাই লিজেন্ড। যখন আপনারা ওদের কমন লাইনে নিয়ে আসছেন আমাদেরকে, তখন তো আর লিজেন্ড হতে ভালো লাগছে না। তাই আপনাদের বলছি, দয়া করে আমাকে লিজেন্ড বলবেন না।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে শিল্পী সমতির যে কাজ করা দরকার ছিল সেই কাজই তো হচ্ছে না। এখন সমিতিগুলো শুধু নামেই আছে। যদি সিনেমা তৈরি হতো, তাহলে শিল্পী থাকত। শিল্পীরা কাজ করত, তাদের প্রবলেম থাকত। তখন সমিতি হয়তো কাজ করতে পারত। সমিতিগুলোর তো সরাসরিভাবে করার কোনো কাজ নেই। খাবার দেওয়া তো আর সমিতির কাজ না।’
আরো পড়ুন: পোর্টের কেরানি থেকে যেভাবে মহানায়ক হন উত্তম কুমার
এ সময় যাকে তাকে শিল্পী বলা নিয়েও ক্ষোভ ঝাড়েন সোহেল রানা। তার ভাষায়, ‘শিল্পী বলতে হলে আগে চিন্তা করেন যে, তারা আসলেই শিল্পী কি না? অভিনয় যারা করেন তারা অভিনেতা-অভিনেত্রী, শিল্পী না। কারণ শিল্পী হতে হলে একজন মানুষকে অনেক গুণে গুণান্বিত হতে হয়। তার চলচ্চিত্রের বাইরেও সব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সমস্ত ব্যাপারে যখন তার কথা বলার মতো জ্ঞান অর্জন হবে, তখন থাকে আপনি শিল্পী বলতে পারেন।’
উল্লেখ্য, সোহেল রানাকে আগামীতে দেখা যাবে ‘গোয়িং হোম’ ছবিতে। এটি পরিচালনা করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। ছবিটিতে অভিনয় করেছেন নির্মাতা মাশরুর পারভেজ, নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুকসহ আরও অনেকে।
এসি/ আইকেজে