ছবি-সংগৃহীত
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ চরিত্রে অভিনয় করা দীনেশ ফাডনিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হার্ট অ্যাটাক করায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে দীনেশকে। এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।
সংবাদমাধ্যমকে সিআইডি টিম থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে তার শারীরিক পরিস্থিতি আরও গুরুতর ছিল। সেই তুলনায় অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
আরো পড়ুন: আবারো বুবলীর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট!
ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ চরিত্রটি খুব জনপ্রিয়। ফ্রেডির আসল নাম দীনেশ ফাডনিশ।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃত্বিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।
এসি/ আই. কে. জে/