ছবি-সুখবর
সময়ের জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ সোমবার (১১ই ডিসেম্বর) রাত ৯:০০টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হতে যাচ্ছে রবীন্দ্র সংগীতের আসর' বাংলার মাটি বাংলার জল' পর্ব।
আজ ১১৭২তম পর্বে রবীন্দ্র সংগীত আসরে নানা অঙ্গের রবীন্দ্র সংগীত নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী আশরাফ মাহমুদ। সংগীত শিল্পী আশরাফ মাহমুদ বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার অতিথি প্রশিক্ষক। এছাড়া তিনি বিভিন্ন চ্যানেলে ও মঞ্চে নিয়মিত গান করেন।
আরো পড়ুন: অনুপম কেমন আছেন, জানালেন নিজের গানে
গুণী এই শিল্পী আজ ‘সোনার তরী’র আসরে একগুচ্ছ রবীন্দ্র সংগীত গেয়ে শোনাবেন। ‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এসি/ওআ