রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার শ্রেয়াস আইয়্যার *** ‘চাকরি প্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতার ব্যবস্থা করা হবে’ *** মাদক মামলায় মানিকগঞ্জে ২ জনের যাবজ্জীবন *** সময় বাড়লো সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার *** আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন : সিইসি *** কোন ধর্ম বেছে নিয়েছেন শাহরুখপুত্র, কী জানালেন গৌরী! *** ভিক্ষা না করার মুচলেকা দিয়ে হজে যেতে হবে পাকিস্তানিদের *** ‘ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা’ *** জনগণকে জিম্মি করে কোনো কর্মসূচিই গ্রহণযোগ্য নয় *** ‘জিএসপি সুবিধা ফিরে পেতে সঠিক পথে রয়েছে সরকার’

প্রতিপিস ডিম মাত্র ৫ টাকা, যেখানে পাবেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ডিমের বাজারে কারসাজি ও সিন্ডিকেট বন্ধে ডিমের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করে সরকার। এর ফলে খুচরো বাজারে ব্যবসায়ীরা ডজনপ্রতি ডিমের দাম ১৪৪ টাকার বেশি বিক্রি করতে পারবেন না। তবে ব্যবসায়ীরা এই নিয়মের তোয়াক্কা করছেন না। বরং ডিমের আকারের ফন্দি এঁটে ডজনপ্রতি ১৫৫ টাকায় বিক্রি করছেন। 

তবে রাজধানীর বুকেই প্রতিপিস ডিম বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। স্বল্প দামে ডিম কিনতে তাই সেখানে ভিড় জমাচ্ছেন সাধারণ ভোক্তারা। 

মূলত অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বেড়েছে ডিমের দাম। এই সিন্ডিকেটের উদ্দেশ্য ভেস্তে দিতে রাজধানীর চকবাজারে নবীন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান প্রতিপিসের ডিম মাত্র ৫ টাকা দরে বিক্রি করা শুরু করেছে।

সংগঠনটির এক কর্মী গণমাধ্যমকে বলেন, মূলত দুটি উদ্দেশ্য সামনে রেখে এ কার্যক্রম চালু হয়েছে। প্রথমত, মানবিক দিক থেকে যাতে সবাই সাশ্রয়ী মূল্যে ডিম কিনতে পারে; সে উদ্দেশ্যে লোকসান করে হলেও ৫ টাকা দরে ডিম বিক্রি হচ্ছে। অন্যদিকে নিজ নিজ জায়গা থেকে সবাই যদি এভাবে উদ্বুদ্ধ হয়, তাহলে সিন্ডিকেট ভেঙে পড়তে বাধ্য।

তিনি জানান, যতদিন বাজারে ডিমের চড়ামূল্য থাকবে, ততদিন তাদের এ কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন রাত ৮টা থেকে তারা ডিম বিক্রি শুরু করেন। একজন সর্বোচ্চ ১০টি ডিম কিনতে পারবেন। প্রতিদিন সংগঠনটি ১০ হাজার পিস ডিম বিক্রি করে বলে জানান তিনি।

এদিকে সস্তায় ডিম কিনতে পেরে খুশি ক্রেতারা। বিশেষ করে এলাকার নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের ভরসার জায়গায় পরিণত হয়েছে পুরান ঢাকার চকবাজারের এই স্থানটি।

সরেজমিন দেখা যায়, সন্ধ্যা হতেই চকবাজারের রয়েল হোটেলের পাশে সস্তায় ডিম কিনতে লম্বা লাইনে দাঁড়ায় মানুষ। অনেকে কেনেন এক হালি অনেকে আবার দুই হালি। পরিবার কিংবা ব্যাচেলর সব ধরনের মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ৫ টাকা পিসে ডিম ক্রয়ের কার্যক্রমটি।

ওআ/

ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন