রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ওস্তাদ রশিদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

উপমহাদেশের  জনপ্রিয় শাস্ত্রীয় সংগীত শিল্পী ওস্তাদ রশিদ খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন। ৫৫ বছর বয়সী শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় কিছুটা সুস্থও হয়েছিলেন। এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।

শিল্পীর ঘনিষ্ঠজন এবং হাসপাতাল সূত্র থেকে রশিদ খানের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। সবশেষ তথ্য মতে, শিল্পীর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। ক্যানসার এবং ব্রেনস্ট্রোকজনিত সমস্যায় তাকে কাবু করে ফেলেছে। তিনি আইটিইউতে ভর্তি রয়েছেন। স্নায়ুচিকিৎসকেরা দেখছেন।

রশিদ খানকে মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দলও পর্যবেক্ষণে রেখেছে। নতুন করে অবস্থার অবনতি না-হলেও পরিস্থিতি যথেষ্ট জটিল বলে হাসপাতালের পক্ষ থেকে তার স্বজনদের জানানো হয়েছে।

আরো পড়ুন: সিনেমায় বছর জুড়ে যারা আলোচনায় ছিলেন

ওস্তাদ রশিদ খান ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব।

রাশিদ তালিম নিয়েছেন এ ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রাশিদের দাদু। রশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রশিদ।

রশিদ খান মূলত শাস্ত্রীয় সংগীত পরিবেশন করলেও বলিউড ও টালিউডের অনেক সিনেমায় অনেক জনপ্রিয় গান রয়েছে।

এসি/ আই.কে.জে/


চিকিৎসক ওস্তাদ রশিদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন