সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মৌনির উড়ন্ত চুমুতে কুপোকাত অনুরাগীরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই খোলামেলা ছবি প্রকাশ করে আলোচনায় থাকেন মৌনি। সেই ধারাবাহিকতায় ফের বছর শেষে চর্চায় এখন তিনি। ২০২৩ সালকে বিদায় জানাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন মৌনি। তা দেখে নেটিজেনরা চোখ সরাতে পারছেন না। উষ্ণ অনুভূতি দিয়েছে তাদের।

চোখে রোদচশমা আর গোলাপি অন্তর্বাস পরে অনুরাগীদের দিকে উড়ন্ত চুমু ছুড়লেন মৌনি। এতেই কুপোকাত তারা। যেন মূর্ছা যাওয়ার জোগাড়।

আরো পড়ুন: আমির খানই কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?

এদিকে কয়েকদিন আগে সমকামী বলে আক্রমণের শিকার হন মৌনি। দিশা পাটানির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। সম্প্রতি ছুটি কাটাতে একসঙ্গে থাইল্যান্ডে যান এই দুই তারকা। সেখানে থেকেই নিজেদের বিভিন্ন খোলামেলা ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে।

নেটিজেনরা মৌনির সঙ্গে দিশার অতিমাত্রার ঘনিষ্ঠতা ভালোভাবে নেননি। সরাসরি তাদের দুজনকে সমকামী বলে আক্রমণ করতেও ছাড়েননি তারা। সবশেষ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনিকে দেখা গিয়েছিল। তারপর আর কোনো বিগ বাজেট সিনেমায় তার মুখ দেখা না গেলেও অভিনেত্রীর গুণমুগ্ধের সংখ্যা কিন্তু ঈর্ষণীয়।

এসি/ আই.কে.জে/


মৌনি রায় উড়ন্ত চুমুতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন