সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রশ্মিকার আপত্তিকর ভিডিও ফাঁস : আইনি পদক্ষেপের তাগিদ অমিতাভ বচ্চনের

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রাশমিকা মান্দানা ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। সৌন্দর্য ও সুঅভিনয় দিয়ে মন জয় করেছেন দেশের এবং দেশের বাইরের ভক্তদের। এমনকী সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়। এই নিয়েই হইচই চলছে নেটদুনিয়ায়। এবার বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

আপত্তিকর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কালো পোশাক পরে লিফ্‌ট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। তাঁর পরনের সেই পোশাক সাহসী তো বটেই, তবে বেশ কুরুচিকর। 

পোশাকের ডিপ নেকলাইনের কারণে স্পষ্ট রশ্মিকার বক্ষবিভাজিকা। দৈর্ঘ্যের নিরিখে অভিনেত্রীর উরু পেরোয়নি সেই পোশাক। সাধারাণত এমন পোশাকে কখনও দেখা যায় না অভিনেত্রীকে। সেই ভাবনা থেকেই প্রথমে সন্দেহ জাগে অভিনেত্রীর অনুরাগীদের মনে।

জানতে পারা যায়, এই ভিডিও মহিলা আদপে রশ্মিকা নন। অন্য এক মহিলার ভিডিওতে কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে।

এই তথ্য জানার পরেই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রশ্মিকার অনুরাগীরা। এ বার একই দাবিতে সরব হলেন অমিতাভ বচ্চন। অপরাধীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পক্ষে সওয়াল করলেন বিগ বি।

আরো পড়ুন: বলিউডে ভাইজানের প্রেমিকার সংখ্যা কত?

গোটা ঘটনাটি আসল ভিডিও সমেত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে তা রিপোস্ট করে বিগ বি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাজমাধ্যমের পাতায় বিগ বি লেখেন, ‘‘এই বিষয়টা খুবই গুরুতর, এবং এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’’

প্রসঙ্গত, ২০২২ সালে রশ্মিকার বলিউডে আত্মপ্রকাশ অমিতাভের হাত ধরেই। ‘গুডবাই’ ছবিতে বিগ বির মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রশ্মিকা।

সেটে অনেকটা সময় রশ্মিকার সঙ্গে কাটানোর ফলে অভিনেত্রীর প্রতি স্নেহ জন্মেছে শাহেনশার। রশ্মিকার অপমান হোক, চান না তিনি। সেই ভাবনা থেকেই বিগ বির এমন প্রতিক্রিয়া বলে মনে করছেন নেটাগরিকরা।

এসি/ আই.কে.জে


অমিতাভ বচ্চন রশ্মিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন