শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ডিবি কার্যালয়ে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল, করেন মধ্যহ্নভোজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমেরিকার পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ডিবি কার্যালয়ে গিয়েছেন।

পরে তারা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সেখানে মধ্যাহ্নভোজ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

বুধবার (৩রা জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান তারা।

পর্যবেক্ষক দলে ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা। 

আরো পড়ুন: আদম তমিজীকে আবারও রিহ্যাব সেন্টারে পাঠাল ডিবি পুলিশ

এসময় তারা সাদা ভাত, মাছ ও মুরগীর মাংস দিয়ে মধ্যহ্নভোজ করেন।  

এসময় আইআরআই প্রতিনিধি দল জানতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরে গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসকে/  

আইআরআই নির্বাচন পর্যবেক্ষক দল ডিবি কার্যালয় মধ্যহ্নভোজ

খবরটি শেয়ার করুন