বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

নদী দিবস উপলক্ষে শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

বিশ্ব নদী দিবস উপলক্ষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। 

নদী একটি জীবন্ত সত্ত্বা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমি এবং নোঙর ট্রাস্ট বাংলাদেশের যৌথ আয়োজনে নদী কেন্দ্রিক এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, বাংলাদেশের ছবি নিয়ে শিল্পী শাহাবুদ্দিন সারাবিশ্বে বাংলাদেশের পতাকা ছড়িয়ে দিয়েছেন। তাঁকে শিশু একাডেমিতে পাওয়া শিশুদের জন্য এবং একাডেমির জন্য পরম পাওয়া।

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ঘুরে দেখেন। প্রধান অতিথির বক্তব্যে শাহাবুদ্দিন বলেন, 'পাকিস্তান আমলে বুড়িগঙ্গা নদীর ছবি এঁকে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। আজ বাচ্চাদের নদী নিয়ে ছবি আঁকা দেখে ভীষণ আনন্দ হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আজ নদীর দিকে দেখলে লজ্জা লাগে। নদীমাতৃক বাংলাদেশের নদীতে হাঁটু পানি। নদীর পানি নোংরা করে ফেলেছি।'

বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, 'বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেকেই অবাস্তব মনে করে। কিন্তু আমার কাছে বাস্তব মনে হয়। এই শিশুরা যারা আজ নদীর ছবি আঁকছে তারাই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোঙর ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস।

আই. কে. জে/ 


চিত্রাংকন প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন