বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের স্বীকৃতি ঘোষণার পর দেশগুলো থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেছেন, ‘আজকের সিদ্ধান্ত প্যালেস্টাইনিদের এবং বিশ্বের কাছে একটি বার্তা পাঠায়: সন্ত্রাসবাদ মূল্য দেয়।’

আরো পড়ুন: এবার আয়ারল্যান্ড-নরওয়ের স্বীকৃতি পাচ্ছে প্যালেস্টাইন

তিনি বলেন, এই স্বীকৃতি গাজায় বন্দী ইসরাইলের জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে এবং ‘হামাস ও ইরানের জিহাদিদের পুরস্কৃত করে’ যুদ্ধবিরতির সম্ভাবনা কম করে তোলে।

পররাষ্ট্রমন্ত্রী কাটজ আরও বলেন, ‘যারা তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে এবং এর নিরাপত্তাকে বিপন্ন করছে তাদের সামনে ইসরাইল চুপ করে থাকবে না।’

সূত্র: বিবিসি 

এইচআ/  

রাষ্ট্রদূত ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাটজ

খবরটি শেয়ার করুন