প্রতীকী ছবি
বুধবার (২২শে মে) প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেবে আইরিশ সরকার। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার (২১শে মে) সন্ধ্যায় আইরিশ সরকার জানায়, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার গণমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া এবং মাল্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইঙ্গিত দিয়েছে, তারা প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। তাদের যুক্তি, এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য।
আরো পড়ুন: রাইসির জানাজায় ইমামতি করলেন খামেনি, অংশ নেয় ১০ লক্ষ জনতা
এদিকে একইদিনে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। আগামী ২৮শে মে দেশটি স্বীকৃতি দিতে পারে। দেশটির প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
জোনাস গহর স্টোর জানিয়েছে, নরওয়েজিয়ান সরকার প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: আল জাজিরা
এইচআ/
খবরটি শেয়ার করুন