বুধবার, ২৮শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের মনে রাখতে হবে, সবার আগে আমরা মানুষ: রাফসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারা। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি, পরীমণি, ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর, অভিনেত্রী সাদিয়া আয়মান, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীসহ আরও অনেকে।

এবার এ ব্যাপারে কথা বললেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দা ছোট ভাই’। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা হিসেবে মনে করা হয়। অথচ এটাকে এখন যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। এটি মেনে নেওয়ার মত নয়।’

আরও পড়ুন: প্রস্তাব তো আসেই, আমি এখনই প্রস্তুত না: নায়িকা নিহা

রাফসান আরও লেখেন, ‘এসব এখনই বন্ধ করা উচিত। আমাদের মনে রাখতে হবে, সবার আগে আমরা মানুষ। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’

রাফসানের এই পোস্ট নেটিজেনদের নজর কাড়ে। সেখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় নেটিজেনরদের অধিকাংশই রাফসানের প্রশংসা করেন।

এসি/কেবি

মানুষ রাফসান

খবরটি শেয়ার করুন