রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেই ফাইয়াজের ভাই জাকসুর জিএস *** ভারত আমাদের প্রতিবেশী, সবকিছু মিলিয়ে ইলিশ দিতে বাধ্য হচ্ছি: উপদেষ্টা ফরিদা আখতার *** জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম *** উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ *** সপ্তাহে দুই দিনের বেশি হাসপাতালে যেতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ *** বাংলামোটরে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার *** এআই দিয়ে তৈরি ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া *** নেপালে সুশীলা সরকারপ্রধান হওয়ার দিনই জানানো হলো জাতীয় নির্বাচন কবে *** আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে

প্রস্তাব তো আসেই, আমি এখনই প্রস্তুত না: নায়িকা নিহা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের মাত্র এক বছরের মধ্যেই অভিনয় গুণে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন নাজনীন নাহার নিহা। এবার ঈদেও তিনটি নাটকে অভিনয় করেছিলেন; কিন্তু এর মধ্যে প্রচারে এসেছে একটি, ‘লাভ রেইন’।

এদিকে মঙ্গলবার (১৬ই জুলাই) ছিল তার জন্মদিন। সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় দিনভর সিক্ত হয়েছেন। 

জন্মদিনে নিহা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওটিটি কিংবা সিনেমার কাজের বিষয়ে বলেন, প্রস্তাব এলেও অভিনয়ই তো এখনো ভালোভাবে করতে পারি না। আগে সেটা শিখি। তাড়াহুড়ো করে কিছু করতে চাই না।

আরও পড়ুন: ভাড়া করা পোশাকে আম্বানিদের বিয়েতে টালিউড তারকারা : শ্রীলেখা

ঈদের পর অনেকটা দিন পেরিয়ে গেলেও এখনো শুটিংয়ে ফেরা হয়নি নিহার। অভিনেত্রী বলেন, ‘এখনো কাজ শুরু করিনি। সামনে করব। আর আমি তো এমনিতেই অনেক কম কাজ করি। 

ওটিটি কিংবা সিনেমার কাজের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘প্রস্তাব তো আসেই। আসে না যে, তা না। কিন্তু আমি এখনই প্রস্তুত না। অভিনয়টা ভালোভাবে আগে শিখি। আরও সময় লাগবে। তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। তা ছাড়া আমার বিষয়ে সবকিছুর সিদ্ধান্ত আমি নিই না, মেজবাহ উদ্দিন ভাইয়া নেন। তিনি আমার ফুফাতো ভাই। শুরু থেকেই আমার সবকিছুর বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন। বাবার পরে তিনিই আমার একমাত্র অভিভাবক।’

জানা গেছে, জাকারিয়া সৌখিনের আসন্ন দুই নাটকে দেখা যাবে তাকে। সেগুলো শুটিং শুরু হতে আর কিছু সময় বাকি। এই পরিচালকের সঙ্গে অভিনেত্রীর ‘মন দুয়ারে’ নাটকটি রয়েছে প্রচারের অপেক্ষায়। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

এসি/ আই.কে.জে

প্রস্তাব নায়িকা নিহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন