শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কেঁচো সারে স্বাবলম্বী উদ্যোক্তা বিলকিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজশাহী পবার বড়গাছী কারিগর পাড়ার বিলকিস আরা বেগম পবা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এখন স্বাবলম্বী হয়েছেন। ২০১৬ সালে এই সার উৎপাদন শুরু করেন বিলকিস। সে সময়ে তিনি একটি চাড়ি, ৫০০ কেঁচো আর ৫০০ টাকা নিয়ে এই সার উৎপাদনে নামেন। 

বিলকিস আরা গণমাধ্যমকে বলেন, তার স্বামী আব্দুর রশিদ খাঁ অসুস্থ হওয়ায় ক্ষেতে কাজ করতে পারেন না। বর্তমানে এই সার উৎপাদন করেই তিনি সংসার নির্বাহ করছেন। তিনি আরও বলেন, প্রথমবার তিনি মাত্র ৬০০টাকার সার বিক্রি করেছিলেন। এরপর থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। পর্যায়ক্রমে চাড়ির সংখ্যা বৃদ্ধি করেন। এখন তার চাড়ির সংখ্যা শতাধিক এবং একটি হাউজ রয়েছে। সেখানে প্রায় পঞ্চাশটি চাড়ির পরিমান গোবর রাখা যায়। এছাড়াও তিনি বলেন, পবা উপজেলা বড়গাছী ব্লকের উপসহকারী কৃষি অফিসার জালাল উদ্দিন সার্বক্ষণিক তার এই খামার তদারকি করেন।

সার উৎপাদন পদ্ধতি সম্পর্কে বিলকিস বলেন, গ্রাম থেকে তিনি গোবর সংগ্রহ করেন। সংগৃহীত গোবর ২০-২৫দিন একস্থানে গচ্ছিত রেখে পরে হাউজ ও চাড়িতে দেন। এই গোবর কেঁচো বেশী খায় এবং সারও বেশী হয়। প্রতিমাসে সার বের করে নিতে হয়। পরে আবার গোবর দিয়ে কেঁচো ছেড়ে দিতে হয়। তিনি বর্তমানে প্রতিমাসে গড়ে ১০মণের অধিক সার উৎপাদন করছেন। সেক্ষেত্রে প্রতিমাসে মোট ২০ মণের অধিক সার উৎপাদন হবে আশা করেন তিনি। এই সার বেশীর ভাগ পবা কৃষি অফিস ক্রয় করেন। প্রতিমণ সারের দাম ৫০০-৬০০টাকা। এছাড়াও অন্যান্য কৃষকরাও এখন তার কাছ থেকে সার ক্রয় করছেন। শুধু তাই নয়, প্রায় তিন থেকে চার মাস তিনি প্রতি কেজি ৮০০-১০০০টাকা দরে কেঁচো বিক্রি করেন। প্রতিমাসে গড়ে ৮,০০০-১০,০০০টাকা আয় করেন।

আরও পড়ুন: বর্ষাকালে পুঁইশাকের চারা তৈরি করবেন যেভাবে

পবা উপজেলা বড়গাছী ব্লকের উপসহকারী কৃষি অফিসার জালাল উদ্দিন দেওয়ান গণমাধ্যমকে বলেন, এই ব্লকে আমি নতুন এসেছি। এরই মধ্যে বেশ কয়েকজনকে কেঁচো সার উৎপাদনের জন্য উপজেলা কৃষি অফিসের মাধ্যমে রাজশাহী বিভাগের আধুনিক কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় সেডসহ হাউজ করে দিয়েছি। আগামীতে আরো দেয়া হবে। তিনি আরও বলেন, এই সার উৎপাদন ও ব্যবহারকারীদের উৎসাহিত করতে উৎপাদনকারীদের কাছ থেকে কেঁচো সার ক্রয় করা হয়। আর এই সার বিভিন্ন প্রদর্শনীতে বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।

এসি/কেবি

কেঁচো সার উৎপাদন

খবরটি শেয়ার করুন