মঙ্গলবার, ১৪ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারী দুল পরলে কানে ব্যথা? করণীয় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

চারিদিকে এখন বিয়ের ধুম। মন ভরে খাওয়ার সঙ্গে জমকালো সাজের সুযোগ মেলে এতে। বিয়েবাড়ি বা বড় উৎসবের সাজে যারা খুব বেশি গয়না পরতে চান তাদের অনেকেই ভরসা রাখেন ভারী বড় দুল। বড়মাপের ঝুমকা কিংবা কুন্দন আর মুলতানি গয়না পরার চল এখন। এমন ভারী দুল ফ্যাশনে ইন বলা যায়। 

সমস্যা হলো দেখতে সুন্দর লাগলেও এমন ভারী দুল পরার কয়েক ঘণ্টার পরেই কানে ব্যথা শুরু হয়। দুল পরার সময় কিছু ছোটোখাটো বিষয় খেয়াল রাখলেই কিন্তু এই সমস্যা এড়ানো যায়। চলুন বিস্তারিত জানা যাক- 

ময়েশ্চারাইজার লাগান 

বড় কোনো দুল পরার আগে কানের লতিতে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। কানের পাতায় হাত দেবেন না। ময়েশ্চারাইজার শুকিয়ে এলে সাবধানে দুলটি পরে নিন। এতে ব্যথা হবে না। কানেও চাপ পড়বে না। এছাড়া ওষুধের দোকানে অবশ করার ক্রিম পাওয়া যায়। এই ক্রিমও খানিকটা লাগিয়ে নিতে পারেন।

আরো পড়ুন : মেকআপের আগে নিতে হবে এই ৫ প্রস্তুতি

রবারের প্যাচ ব্যবহার করুন 

ভারী কানের দুলের সঙ্গে সাধারণত ছোট ধূসর রঙের প্যাচ থাকে। মেটালের এই প্যাচগুলো কানের লতিতে বেশি চাপ সৃষ্টি করে। ফলে কানে ব্যথা হয়। এমন প্যাচের বদলে ভারী কানের দুলের সঙ্গে রবারের তৈরি প্যাচ ব্যবহার করুন। এতে লতির ওপর বাড়তি চাপ পড়বে না। 

চেইন ব্যবহার 

ভারী কানের দুলের সঙ্গে সাধারণত আলাদা করে টানা চেইন দেওয়া থাকে। এই চেইনের এক প্রান্ত দুলের সঙ্গে এবং অন্য প্রান্তটি চুলের সঙ্গে বেঁধে নিন। এতে কানে ব্যথা লাগবে না। আর কানের দুলের সঙ্গে কোনও চেন না থাকলে কিংবা চেন পরতে না চাইলে কানের ছিদ্রের পিছন দিকে একটি ব্যান্ড-এড লাগিয়ে নিন। এরপর দুল পরুন। তাহলে ব্যথায় কষ্ট পেতে হবে না। 

এস/ আই.কে.জে/

ফ্যাশন কানে ব্যথা

খবরটি শেয়ার করুন