মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

অদ্ভূত শহর! ডোবে না সূর্য, হয় না রাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই আছেন সূর্য ডোবার পরের সময়টা যাদের কাছে প্রিয়। কিন্তু জানেন কি পৃথিবীর এমন অনেক স্থান রয়েছে যেখানে সূর্য ডোবে না? হয় না রাত!

নরওয়েতে মে মাস থেকে জুলাই পর্যন্ত সূর্য ডোবে না। তাই একে ‘ল্যান্ড অফ মিড নাইট সান’ বা মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়। অর্থাৎ টানা ২ মাসেরও বেশি দিন থাকে এই শহরে।

কানাডার নুনাভুট হলো আরও এক অদ্ভুত জায়গা। এখানে টানা ৭ দিন সূর্য ডোবে না। অন্যদিকে শীতকালে টানা ৩০ দিন রাত থাকে।

আরো পড়ুন : স্ত্রীর কথা শুনলে আয়ু বাড়বে স্বামীর!

আইসল্যান্ডে গ্রীষ্মকালে বিশেষ করে জুন মাসে রাত্রেও সূর্য ডোবে না। এরকম আরও একটি জায়গা হলো আলাস্কার ব্যারো। এই শহরেও মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ২৪ ঘণ্টা দিন থাকে। তবে এখানে নভেম্বর মাস থেকে টানা ৩০ মাস রাত থাকে যাকে পোলার নাইট বলা হয়।

ফিনল্যান্ড এমন একটি শহর যেখানে টানা ৭৩ দিন সূর্য ডোবে না। অন্যদিকে শীতকালে সকাল হয় না এই শহরে।

এস/ আই.কে.জে/

রাত সূর্য

খবরটি শেয়ার করুন