ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে বিমান দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সম্প্রতি ভারতের যোধপুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তবে এ যাত্রায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন বিমানে থাকা যাত্রীরা। এ ফ্লাইটেই ভ্রমণ করছিলেন ভারতীয় টেলিভিশন ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল। খবর টাইম অব ইন্ডিয়ার।
বিমান মাঝ-আকাশে থাকা অবস্থাতেই আকস্মিক জরুরি অবতরণের ঘোষণা দেওয়া হলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে পাইলটের বিচক্ষণতায় দক্ষতার সঙ্গে কোনো বিপদ না ঘটিয়ে বিমানটি নিরাপদে আহমেদাবাদে জরুরি অবতরণ করেছে।
ঘটনাটি অভিনেত্রী সানা মকবুল তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ঈশ্বরের কৃপায় সব কিছুই ঠিকঠাক হয়েছে। আমি মুম্বাইয়ের আরও একটি ফ্লাইট ধরে ফিরতে পেরেছি। পরিস্থিতি এত ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমি ইন্ডিগো টিম এবং পাইলটের কাছে কৃতজ্ঞ। আমি জানি না বিশ্বে কী ঘটছে, সব বিমানের সঙ্গে কী ঘটছে, তবে এর সমাধান আমাদের প্রয়োজন।’
গত কয়েকমাসে বিশ্বব্যাপী বিমান বিভ্রাটের ঘটনা যাত্রীদের মনে বেশ আতঙ্কের সঞ্চার করেছে। কিছুদিন আগেই ভারতে আড়াইশোর বেশি একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় একজন বাদে বিমানে থাকা সব যাত্রীর মৃত্যু জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন