শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতিতে ফ্লাইট মিস করা যাত্রীরা বিনামূল্যে টিকিট রি-বুকিং করতে পারবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির কারণে যেসব যাত্রী ফ্লাইট মিস করছেন তারা বিনামূল্যে প্লেনের টিকিট রি-বুকিংয়ের সুযোগ পাবেন। পরবর্তী তারিখে বিনামূল্যে প্লেনের টিকিট রি-ইস্যু বা রি-বুক করতে নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩শে আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক চিঠিতে ৩৯টি এয়ারলাইনসকে এই নির্দেশনা দেয়।

আরও পড়ুন: ব্রিটিশ পাসপোর্টসহ যা যা নিয়ে ভারতে যাচ্ছিলেন বিচারপতি মানিক

চিঠিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, 'দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকেই তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। এই পরিস্থিতিতে এয়ারলাইনসগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া, যাত্রীদের জন্য এয়ারলাইনসগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে,' বলা হয় চিঠিতে।

এদিকে এয়ার অ্যাস্ট্রা'র ফ্লাইটের নির্ধারিত সময়ে বন্যার কারণে যেসব যাত্রী পৌঁছাতে পারেননি অথবা ফ্লাইট মিস করছেন তাদের টিকিট এয়ার অ্যাস্ট্রা পরবর্তী তারিখে বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করে দেবে বলে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যাত্রীদের টিকিট রি-ইস্যু বা রি-বুক সম্পর্কিত তথ্যের জন্য ১৩৬০৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এসি/ আই.কে.জে/

বন্যা পরিস্থিতি ফ্লাইট মিস

খবরটি শেয়ার করুন