বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

চলতি মৌসুমে ট্রেন্ডিংয়ে এই চার গয়না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

যুগের সাথে তাল মিলিয়ে পোশাকের পাশাপাশি পাল্টেছে জুয়েলারির ধরনও। তবে বাঙালি নারীদের কাছে সোনার গয়নার চাহিদা সবসময় ছিল এবং থাকবে। কিন্তু এতেও এসেছে পরিবর্তন। হিরা, সোনা, রুপার এসব দামি গয়নার চাহিদা অনেকটাই কম। ট্রেন্ড এখন অন্যদিকে। ফ্য়াশন স্টেটমেন্ট নিয়ে যারা একটু বেশি সচেতন, তারা তো সব ধরনের ট্রেন্ডিং জুয়েলারি কালেকশনে রাখেন। আপনিও যদি তাদেরই একজন হয়ে থাকেন, তাহলে ঝটপট জেনে নিন। আজ রইল চোখ ধাঁধানো তেমনই কিছু গয়নার সন্ধান।

ফ্যাব্রিকের গয়না: বেশ ট্রেন্ডিং এখন এই ধরনের জুয়েলারি। ফ্যাব্রিকের হার বা দুল যেকোনো শাড়ির সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। আবার পরতে পারেন ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও। তাই আপনি যদি একজন ফ্যাশনিস্তার হয়ে থাকেন তবে কালেকশনে ফ্যাব্রিকের জুয়েলারি রাখতেই হবে। আপনি যেমন সুতির শাড়ির সঙ্গে ফ্যাব্রিকের গয়না পরতে পারেন। তেমনি ব্লক প্রিন্ট কুর্তার সঙ্গেও এমন জুয়েলারি বেশ মানাবে।

আরো পড়ুন : পরিচ্ছন্নতার ‘গোপন’ সূত্র জানা আছে কি?

অক্সিডাইজ জাংক জুয়েলারি: বর্তমান সময়ে রুপালি অক্সিডাইজ জাংক জুয়েলারি দারুণ স্টাইলিশ। যেকোনো অনুষ্ঠানে এমন জুয়েলারিতে দারুণভাবে স্টাইল করতে পারবেন। বিয়ে বাড়িতে শাড়ির সঙ্গে এমন গয়না পরতেই পারেন। এমনকি অফিসেও হালকা অক্সিডাইজ গয়নায় সাজতে পারেন। অক্সিডাইজড গয়নার দামও খুব বেশি নয়।

গোল্ডেন চাঙ্কি জুয়েলারি: যারা অন্যরকম সাজ পছন্দ করেন, তাদের জন্য এই গোল্ডেন চাঙ্কি জুয়েলারি সত্যি মানানসই। গোল্ডেন চাঙ্কি নেকলেস বা কানের দুল বেশ ট্রেন্ডিং। তাই আপনার কালেকশনে অবশ্য রাখতে পারেন এই জুয়েলারি। দেখবেন আপনার ফ্যাশন সেন্সের প্রশংসা করবেন সবাই।

মাটির গয়না: ক্লে জুয়েলারি বাংলার ফ্যাশনের জন্য একদম পারফেক্ট। অনেক ফ্যাশন এক্সপার্টের মতে, ক্লে জুয়েলারি দেশীয় পোশাকের সঙ্গে দারুণ মানিয়ে যায়। তাই আপনিও এমন গয়নার দিকে নজর রাখতেই পারেন। শাড়ির সঙ্গে যেমন মাটির গয়না বেশ ভালো মানায়, ঠিক তেমনই স্টাইলিশ কুর্তির সঙ্গেও এগুলি বেশ মানানসই। তাই আপনার কালেকশনে মাটির গয়না অবশ্যই রাখুন।

এস/ আই.কে.জে/


জুয়েলারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন