বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন কিনলেন সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন কিনলেন সাবেক ছাত্র নেতা মিহির ঘোষাল। ছবি: সুখবর

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসন হতে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র কিনেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিহির কান্তি ঘোষাল। সোমবার (২০ নভেম্বর) দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন।

এ সময় মিহির কান্তি ঘোষাল বলেন, ‘পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ছাত্ররাজনীতি করেছি। পরবর্তীতে ১/১১ সরকারের সময় নেত্রীর কারামুক্তি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেত্রীর একজন পরীক্ষিত সৈনিক হিসেবে কাজ করতে চাই। এজন্যই আমি এমপি প্রার্থী হয়েছি। নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হয়ে গোপালগঞ্জ-১ আসনের উন্নয়নে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘আর আমি মনোনয়ন না পেলেও যিনি পাবেন তাকে নির্বাচিত করতে কাজ করবো।’

আরো পড়ুন: বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

মিহির কান্তি ঘোষাল ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের (১৯৯৪-১৯৯৮) নির্বাচিত সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগের (২০০২-২০০৬) যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ছাত্রজীবনে নেতৃত্বগুণে জনপ্রিয় হয়ে উঠেন মিহির কান্তি ঘোষাল। ছাত্র রাজনীতি শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক নির্বাচিত হন। 

উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনে বর্তমান সংসদ সদস্য লে. কর্নেল ফারুক খান। তিনি আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী।

এসি/ওআ


নেতা মিহির ঘোষাল গোপালগঞ্জ-১ আসন

খবরটি শেয়ার করুন