শুক্রবার, ২৪শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী *** আজকের পর ১৪ দলে আর দূরত্ব থাকবে না : বৈঠক শেষে ওবায়দুল কাদের *** ভাই-বোনদের সম্পদে রেজিস্ট্রিকৃত বণ্টননামার প্রতি গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী *** ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বিশ্বের পরিণতি হবে ভয়াবহ : পরিবেশমন্ত্রী *** দারিদ্র্য দূর করার মাধ্যমেই সত্যিকার শান্তি প্রতিষ্ঠা সম্ভব : সম্প্রীতি বাংলাদেশের আলোচনা *** দেশে ফের কমলো সোনার দাম *** সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের আদেশ *** দেশে ও বিদেশে কর্মীদের সুরক্ষায় কাজ করছে সরকার *** বুধবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক *** সাড়ে ৫ কেজি সোনাসহ শাহজালালে দুই চীনা নাগরিক আটক

শীতে গরম না ঠাণ্ডা, কোন পানিতে গোসল করলে সুস্থ থাকবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চারদিকে বইছে হিমেল হাওয়া। এ পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠছে একাধিক রোগজীবাণু। এই সব ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণে অনেকেই জ্বর, সর্দি, কাশির মতো সমস্যায় পড়ছেন অনেকে। এসব সমস্যা এড়াতে ইতোমধ্যে অনেকেই ঠাণ্ডা পানি ছেড়ে গরম পানিতে গোসল করছেন। 

অনেকেরই প্রশ্ন, শীতের সময় হঠাৎ করেই গরম পানিতে গোসল করা কি আদৌ উচিত? এই সময়ে প্রতিদিন গরম পানিতে গোসল করলে কি শরীর গরম হয়ে পড়বে না?

শীতে ঠাণ্ডা পানির তুলনায় গরম পানি দিয়ে গোসল করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এই সময়ে নিয়মিত হালকা গরম পানি দিয়ে গোসল করলে সর্দি, কাশি এড়িয়ে চলতে পারবেন। অন্যদিকে ঠাণ্ডা পানিতে গোসল করলে হঠাৎ শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। নানা ধরনের শারীরিক জটিলতাও হতে পারে। এ কারণে  শীতের দিনে ঠাণ্ডা পানি এড়িয়ে চলাই ভালো।

আরো পড়ুন : যে সব খাবার খেলে বন্ধ হবে নাক ডাকা

​ব্যথা-বেদনায় গরম পানি উপকারী

শীতে অনেকেরই ব্যথা, বেদনার প্রকোপ বাড়ে। আর এই সময় ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে সমস্যা আরও বাড়বে। এমনকী ব্যথার কারণে দৈনন্দিন কাজকর্ম করতেও সমস্যা হতে পারে। তাই এই সময় সুস্থ থাকতে গরম পানিতে গোসল করুন। কারণ হালকা গরম পানি ব্যথা কমাতে ভূমিকা রাখে। বিশেষ করে আর্থ্রাইটিসের ব্যথা কমানোর ক্ষেত্রে এর জুড়ি নেই। তাই জয়েন্টের ব্যথায় ভুক্তভোগীরা রোজ গরম পানিতে গোসল করার চেষ্টা করুন। তাহলে সুস্থ থাকবেন। 

​সারা বছর কি গরম পানিতে গোসল করা উচিত?

অনেকেই সারা বছর গরম পানি দিয়ে গোসল করেন। এতে তেমন সমস্যার কথা জানাননি বিশেষজ্ঞরা। বরং আর্থ্রাইটিস, সিওপিডি এবং অ্যাজমার মতো সমস্যা থাকলে উষ্ণ পানিতে গোসল করলেই সুস্থ থাকবেন। তবে গ্রীষ্মকালে এমনিতেই আবহাওয়া গরম থাকে। তখন আলাদা করে আর পানি গরম করে গোসল না করলেই চলে।

অনেকেই শীতের দিনে প্রতিদিন গোসল করেন না। এতে ত্বকের ইনফেকশন হতে পারে। এমনকী তাদের পেট গরম হওয়ার আশঙ্কাও থাকে। তাই তাপমাত্রা যতই কম হোক না কেন, প্রতিদিন গোসল করতেই হবে।

এস/ আই. কে. জে/

সুস্থ পানি গোসল শীত গরম না ঠান্ডা

খবরটি শেয়ার করুন