বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

খান্দার মৃত্যু নিয়ে খালিস্তান বিচ্ছিন্নতাবাদীদের ষড়যন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

অবতার সিং খান্দা। ফাইল ছবি

অবতার সিং খান্দার মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। ষড়যন্ত্র এবং অন্যান্য নানা কারণ দর্শানোর কারণে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো ধোঁয়াশার  মধ্যেই রয়ে গেছে।

খালিস্তান চরমপন্থী আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব খান্দা বিতর্কের জন্য সুপরিচিত। ভারতের সার্বভৌমত্বকে তিনি বারবার চ্যালেঞ্জ করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। তার মৃত্যুতে বর্তমানে খালিস্তান বিচ্ছিন্নতাবাদীরা তাকে শহীদ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। বহিরাগত শক্তিরা ষড়যন্ত্র করে তাকে অপসারণের চেষ্টা করেছে বলে তারা প্রমাণ করতে চাইছে।

তবে, ভারতীয় এজেন্সিদের দ্বারা খান্দাকে বিষ প্রয়োগ করা হয়েছে এমন ধারণা মূলত ভিত্তিহীন। এই দাবির পক্ষে এখন পর্যন্ত তারা কোন প্রমাণ দেখাতে পারেন নি।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ দ্বারা সমর্থিত ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একিউট মাইলয়েড লিউকেমিয়াতে ভোগার পর খান্দা মৃত্যুবরণ করেন। 

তবে তার মৃত্যু নিয়ে এ ধরনের মিথ্যা বক্তব্য ছড়ানো একেবারেই অনুচিত। মূলত খালিস্তান বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যই হলো ভারতের বিচ্ছিন্নতা। তারা দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচারণাকেই তাদের হাতিয়ার বানিয়ে আসছে। দুঃখের বিষয় হলো অনেক তরুণ খালিস্তান বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্য না বুঝেই এবং তাদের দেওয়া তথ্যের সত্যতা বিচার না করেই তাদের বিশ্বাস করে বসে।

মগাতে খান্দাকে শহীদ হিসেবে প্রমাণ করার জন্য সমাবেশের আয়োজন করা হয়। এ শহীদী সমাবেশ বিভিন্ন উপায়ে, সমর্থকদের মনে প্রতিহিংসা ও ন্যায়পরায়ণতার বোধ জাগানোর জন্য একজন শহীদ হিসেবে তার মর্যাদাকে দৃঢ় করার একটি প্রচেষ্টা মাত্র।

একজন ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা এক জিনিস, কিন্তু রাজনৈতিক লাভের জন্য তার মৃত্যুর পরিস্থিতিকে বিকৃত করা একেবারেই অন্যরকম একটি জিনিস। তাই সবারই উচিত যেকোন ঘটনার সত্যতা বিচার করে তারপর সে ঘটনার উপর বিশ্বাস করা।

এম.এস.এইচ/

অবতার সিং খান্দা খালিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন