মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

ফিফা নারী বিশ্বকাপ ফুটবল

নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জাপান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

নরওয়েকে হারিয়ে ফিফা নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে জাপান - ছবি: সংগৃহীত

দুই দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। জাপান ২০১১ আসরে, নরওয়ে ১৯৯৫-এর। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের অবস্থান পাশাপাশি—১১ আর ১২। তবে অতীত সাফল্য আর বর্তমান শক্তিমত্তা মিলিয়ে কাছাকাছি থাকলেও ফিফা নারী বিশ্বকাপ শেষ ষোলোর মুখোমুখি লড়াইয়ের ফলটা হয়েছে একপেশেই। 

নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জাপান। আগামীকালের যুক্তরাষ্ট্র-সুইডেন ম্যাচের জয়ী দল হবে জাপানের প্রতিপক্ষ। আজ শেষ ষোলোর অন্য ম্যাচে সুইজারল্যান্ডের মেয়েদের ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় স্পেন। শেষ আটে তারা আগামীকালের নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ীদের বিপক্ষে খেলবে।


কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর জাপানের মেয়েদের উচ্ছ্বাস - ছবি: সংগৃহীত

ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামের ম্যাচে ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল জাপান। গ্রুপ পর্বের তিন ম্যাচের সব কটিতে জিতেই শুধু নয়, প্রতিপক্ষের জালে ১১ গোল দিয়ে আর এক গোল হজম না করে শেষ ষোলোয় ওঠে এশিয়ার দেশটি।

বিপরীতে গ্রুপপর্বে নরওয়ে ছিল নড়বড়ে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর সুইজারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র। তবে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ফিলিপাইনকে ৬-০ গোলে উড়িয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে উঠে আসে তারা। তবে ২০১৯ আসরে কোয়ার্টার ফাইনাল খেলা নরওয়ে জাপানের বিপক্ষে আশাবাদীই ছিল। জাপান ২০১১ সালে চ্যাম্পিয়ন আর ২০১৫ সালে রানার্সআপ হলেও সর্বশেষ আসরে থমকে গিয়েছিল শেষ ষোলোয়।

আরো পড়ুন: মেসির অটোগ্রাফ নিতে লোকে চাকরি হারাতেও ভাবছে না

ম্যাচ শুরুর পর প্রথম গোলটা আসে কিন্তু নরওয়ে খেলোয়াড়দের কাছ থেকেই। তবে গোলপোস্টটা ছিল ভুল। ১৫ মিনিটে ইংরিড এনজেনের দেওয়া গোলটি ছিল নিজেদের জালে, জাপান এগিয়ে যায় আত্মঘাতী গোলে। ৫ মিনিট পর জাপানের জালেও বল যায়, এবার নরওয়ের জন্য গোল নিয়ে আসেন গুরো রেইটেন। প্রথমার্ধ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিল ১-১-ই।

এম/


ফিফা নারী বিশ্বকাপ ফুটবল জাপান নরওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন