বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

নারীদের প্রতি পাকিস্তানি পুলিশের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ সারাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

পাকিস্তানে ফের একটি লজ্জাজনক ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, উসমান দার নামক এক ব্যক্তির মায়ের প্রতি অসম্মানজনক আচরণ করেছে পাকিস্তানি পুলিশ। 

পাকিস্তানি পুলিশ উসমান দারের মাকে নির্জন একটি কক্ষে নিয়ে বন্দি করে রাখে, যেখানে আর কারো প্রবেশাধিকার ছিল না। উসমানের বোন এসমস্ত ঘটনার ভিডিও রেকর্ড শুরু করে এবং পুলিশদেরকে তাদের কার্যকলাপের কারণ জিজ্ঞেস করলে পুলিশ এ বিষয়ে কিছুই জানায় না।

এই ভিডিও বার্তাটি ক্ষুব্ধ করেছে পাকিস্তানি সাংবাদিক জুনাইরা আজহারকে।

সাধারণ মানুষকে লাঞ্ছিত করা নিয়ে পুলিশের তীব্র সমালোচনা করেন জুনাইরা। মায়ের বয়সী একজন মহিলাকে বন্দি করে তার সাথে দুর্ব্যবহার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

এর আগেও তেহরিক-ই-ইনসাফ এর একজন মহিলা কর্মীর সাথে দুর্ব্যবহার করে পুলিশ। মাত্র কয়েকদিন আগে, ইসলামাবাদে পুলিশ একজন মহিলা বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজহার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশদের ক্ষমতা প্রয়োগের অর্থ এই নয় যে তারা যা খুশি তাই করতে পারে। তার মতে, পাকিস্তানি পুলিশ তাদের বিবেকবুদ্ধি হারিয়ে ফেলেছে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে আন্দোলনরত মহিলারা পুলিশ কর্তৃক মারধর এবং যৌন নির্যাতনের শিকার হন। এসব ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিরশর বিরুদ্ধে সমালোচনার তীব্র ঝড় উঠেছে। পাকিস্তানি পুলিশের অশোভনীয় আচরণ সারাদেশকে ক্ষুব্ধ করে তুলেছে।

নারীদের প্রতি পাকিস্তানি পুলিশের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ সারাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন