সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

জামাই আদরের আশা নিয়ে ভারত যাচ্ছেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার পরিবার। ছবি : সংগৃহীত

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতে যাওয়ার আগে সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার আশা ভারতের জামাই হিসেবে তিনি নয়াদিল্লিতে জামাই আদর পাবেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঋষি সুনাক এর আগেও ভারত গিয়েছেন। তবে গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর এবং ২০১৯ সালের করোনা মহামারির পর এবারই প্রথমবার দেশটিতে যাচ্ছেন তিনি।

ঋষি সুনাক বলেন, এই সফরটি আমার জন্য বিশেষ। আমি এমন একটি দেশে যাচ্ছি যা আমার খুব কাছের এবং প্রিয়। গত কয়েক বছর ধরে আমি ভারতে যাইনি।

আরো পড়ুন: পরমাণু অস্ত্র উৎক্ষেপণে সক্ষম সাবমেরিন উদ্ভাবন করলো উ.কোরিয়া

তিনি আরও বলেন, কোথাও কোথাও দেখেছি আমাকে ভারতের জামাই হিসেবে অভিহিত করা হয়েছে। আমি আশা করি এটি স্নেহের সঙ্গে করা হয়েছে। আমি ভারতে যেতে পেরে আনন্দিত। সফরটিতে অক্ষতাও (সুনাকের স্ত্রী) আমার সঙ্গে যাচ্ছে এটিও অসাধারণ।

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক বিয়ে করেছেন দেশটির অন্যতম ধনী ব্যক্তি নারায়ন মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। ভারতীয় নারীকে বিয়ে করায় সুনাককে ভারতের জামাই হিসেবে অভিহিত করা হয়।

আরো পড়ুন: কমেছে ডিম-পেঁয়াজের দাম

শনিবার (৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে শুরু হচ্ছে দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ৩০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এসকে/ 

প্রধানমন্ত্রী ভারত জি-২০ ঋষি সুনাক ব্রিটিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন