ছবি: সংগৃহীত
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুখবর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
সূত্র জানায়, বিশ্বের ৮০টি মিশনের ভেতর ৭০টি মিশন থেকে ছবি সরানো হয়েছিল। অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘এ ছবি রাখা বা না রাখা কোনো নির্দেশনা ছিল না আগে থেকে। বিষয়টি কেবিনেট ডিভিশন ভালো বলতে পারবে।’
বিদেশে থাকা বাংলাদেশের কয়েকটি মিশন জানিয়েছে, গত পরশু (শুক্রবার, ১৫ই আগস্ট) সন্ধ্যায় এ নির্দেশনা পেয়েছেন তারা। ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন হেসে উড়িয়ে দিয়েছে সূত্রটি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ই আগস্টের পর যখন ৮ই আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে, তখন বড় মিশনগুলো আগেই সরিয়ে ছিল রাষ্ট্রপতির ছবি। কয়েকটি মিশন না সরানোর কারণে মৌখিক নির্দেশনা দেওয়া হয়।
জে.এস/
খবরটি শেয়ার করুন