মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

যৌন মিলনের সময় থুথু ব্যবহার করছেন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ৯ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

যৌন মিলনের সময় থুথু ব্যবহার করা পুরোপুরি অস্বাস্থ্যকর। এরপরও অনেকে নিজের পুরুষাঙ্গ ও নারীর যোনিপথ পিচ্ছিল করতে থুথু ব্যবহার করে থাকেন। বিষয়টি একেবারেই অনুচিত বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অসচেতনতা, হাতের কাছে লুব্রিকেন্ট জেল না থাকা ও পুরুষাঙ্গ যোনিপথে প্রবেশ করানোর তাড়াহুড়োর কারণে অনেকে থুথু ব্যবহার করে ফেলেন।

চিকিৎসকরা বলছেন, থুথুর মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে। যা যৌন রোগের কারণ হতে পারে। হ্যাঁ, যৌন মিলনের তৃপ্তি ও আনন্দ নিতে গিয়ে থুথু ব্যবহারের কারণে আপনি রোগাক্রান্ত হয়ে পড়তে পারেন। এছাড়া সেক্সের সময় থুথু ব্যবহার করলে শুক্রাণুর কার্যকারিতা কমে যেতে পারে।

থুথুর পরিবর্তে পুরুষাঙ্গ ও যোনিপথ পিচ্ছিল করতে লুব্রিকেন্ট জেল ব্যবহার করা ভালো। এমনই পরামর্শ চিকিৎসকদের। লুব্রিকেন্ট যৌন মিলনের সময় ঘর্ষণ কমাতে এবং যোনিপথে পুরুষাঙ্গের অনুপ্রবেশ সহজ করতে সাহায্য করে। সেক্সের সময় লুব্রিকেন্ট জেল ঘর্ষণ কমায় বলে প্রায় সময় বীর্যপাত কিছুটা দেরিতে হয়। এতে যৌন মিলন বেশি উপভোগ্য হয়ে ওঠে। বিশেষ লুব্রিকেন্ট ব্যবহার করলে শুক্রাণুর কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা থাকে না।

থুথু শুক্রাণুর কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে। তাই স্বাস্থ্যসম্মত যৌন মিলনের জন্য দরকার লুব্রিকেন্ট। বাজারে বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট পাওয়া যায়। যেমন- জল-ভিত্তিক, সিলিকন-ভিত্তিক ও তেল-ভিত্তিক।

তবে কিছু লুব্রিকেন্ট শুক্রাণুর কার্যকারিতা কমিয়ে দেয় বলে গবেষণায় ধরা পড়েছে। তাই শুক্রাণুর উর্বরতা বিষয়ক সমস্যা থাকলে ও সন্তান নিতে চাইলে ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এইচ.এস/



যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন