সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হায়দরাবাদে বাংলাদেশি কিশোরী উদ্ধার, বেরিয়ে আসছে ভারত–বাংলাদেশ মানব পাচার চক্রের তথ্য *** হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন *** বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রাখাইন সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা *** অধ্যাপক আবুল বারকাতের জামিনে মুক্তি চেয়ে ১২২ নাগরিকের বিবৃতি *** যুদ্ধ বন্ধে পুতিনের প্রস্তাবের ‘পক্ষে’ ট্রাম্প *** অর্থ পাচার করে বিদেশে গড়ে তোলা ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান *** বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়: তারেক রহমান *** আওয়ামী লীগের সরকারের বিষয়ে জুলাই সনদে দাবিটা অতিরঞ্জিত: ডেভিড বার্গম্যান *** সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি *** পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প পাস

নাটকীয় জয়ে ইংল্যান্ডে সিরিজ বাঁচাল ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৫

#

ছবি: ক্রিকইনফো

লন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা, না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।

ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল রোববার (৩রা আগস্ট) চতুর্থ দিনেই শেষ হয়ে যেত। কিন্তু বৃষ্টির বাগড়ায় আজ সোমবার খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। যে ম্যাচটা ইংল্যান্ড একটা পর্যায়ে সহজে জিততে পারত, সেই ম্যাচ বাঁক বদলেছে পরতে পরতে।

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ ভারত ৬ রানে জিতেছে। গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনেছেন সিরাজ। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ২-২ ব্যবধানে।

লন্ডনের ওভালে চতুর্থ ইনিংসে এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে পারল না ইংল্যান্ড। এর আগে ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৯০২ সালে। ইংল্যান্ড সেবার ২ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। অন্যদিকে ভারত এবার ওভালে ৬ রানে জিতে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে জয়ের কীর্তি গড়েছে।

দ্বিতীয় ইনিংসে ৭৬.২ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শুরুর পর প্রসিধ কৃষ্ণাকে টানা দুটি চার মারেন জেভি ওভারটন। ৭৭তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে চার মারার পর শেষ দুই বল ডট দিয়েছেন ওভারটন। ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ডকে ধাক্কা দেন মোহাম্মদ সিরাজ। ৭৮তম ওভারের তৃতীয় বলে সিরাজের বলে খোঁচা দেন জেমি স্মিথ।

ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেলসহ অন্যান্যরা সজোরে আবেদন করলেও মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া দেননি। ধর্মসেনা শব্দ পেলেও মূলত দেখতে চেয়েছেন জুরেল ঠিকমতো ক্যাচ ধরতে পেরেছেন কী না। শেষ পর্যন্ত স্মিথ (২) আউট হয়েছেন।

এক ওভার বিরতিতে বোলিংয়ে এসে সিরাজ ইংল্যান্ডকে আবার দিয়েছেন ধাক্কা। ৮০তম ওভারের পঞ্চম বলে ওভারটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। ভারতীয় পেসারের জোরালো আবেদনে ধর্মসেনা অনেকক্ষণ পরে আঙুল তুলেছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ওভারটন (৯)।

ঠিক তার পরের ওভারেই ইংল্যান্ড হারাতে পারত নবম উইকেট। ৮১তম ওভারের চতুর্থ বলে জশ টাঙের বিপক্ষে কৃষ্ণা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আহসান রাজা আঙুল তুলে দেন। রিভিউ নিয়ে বেঁচে যান টাঙ।

জে.এস/

ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন