বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

হার্ভার্ডের সমাবর্তনে দেওয়া চীনা শিক্ষার্থীর বক্তব্যে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চীনের শিক্ষার্থী ইউরং লুয়ানা জিয়াং যে বক্তব্য দেন, তা প্রশংসা ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর লুয়ানা আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে হার্ভার্ডে পড়াশোনা করা প্রথম চীনা নারী, যিনি হার্ভার্ডের সমাবর্তনে বক্তব্য দিয়েছেন। খবর বিবিসির।

লুয়ানা জিয়াং এমন সময়ে এ বক্তৃতা দিয়েছেন, যখন আমেরিকা ঘোষণা করেছে, তারা চীনা শিক্ষার্থীদের ভিসা শিগগির বাতিল করতে যাচ্ছে। তবে সমাবর্তনে দেওয়া লুয়ানার বক্তব্য চীনে ভাইরাল হয়ে যায়।

সমাবর্তনে ইউরং লুয়ানা বলেছেন, ‘আমরা একে অপরকে ভুল প্রমাণ করে উঁচুতে উঠি না, বরং আমরা একে অপরকে অস্বীকৃতি না করেই ওপরে উঠি।’

হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা ও মূল্যবোধের প্রশংসা করে লুয়ানা বলেন, ‘আমরা একে অপরের ঐতিহ্যের মাধ্যমে নিজেদের আনন্দ ও ভাব বিনিময় করতে শিখেছি, একে অপরের জগতের ভার কাঁধে নিতে শিখেছি।’

চীনা শিক্ষার্থী লুয়ানা আরও বলেন, ‘যদি আমরা এখনো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া ভবিষ্যতে বিশ্বাস করি, তবে মনে রাখা উচিত, যাদের আমরা শত্রু বলে চিহ্নিত করি, তারাও মানুষ। আর তাদের মানুষ হিসেবে বিবেচনা করলে আমরা নিজেদের মানবতাও খুঁজে পাই।’

এদিকে আমেরিকার কেউ কেউ দাবি করছেন, লুয়ানা ও তার পরিবার চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া চীনের কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, লুয়ানার বাবার সংগঠনটি আসলে আমেরিকান বিভিন্ন কোম্পানি ও ফাউন্ডেশনের সাহায্য পায়।

রক্ষণশীল একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে অভিযোগ করা হয়েছে, জিয়াং সিসিপি-সংশ্লিষ্ট একটি সংস্থার প্রতিনিধি। আর তার বাবা এমন একটি এনজিওতে কাজ করেন, যা সিসিপির পক্ষে কূটনৈতিক ভূমিকা রাখে।

এ বিষয়ে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এ কারণেই তিনি স্কুলে বৃত্তি পেয়ে ব্রিটেনে পড়তে গিয়েছিলেন এবং তারপর হার্ভার্ডে সুযোগ পেয়েছেন।’

তবে অনেকেই লুয়ানার মানবতার ডাককে গুরুত্ব দিয়েছেন। একজন লিখেছেন, ‘তিনি আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে চীনা শিক্ষার্থীদের হৃদয়ের কথা বলেছেন, এতে আমার চোখে পানি এসে গেছে।’

অন্য আরেকটি এক ব্যক্তি  লিখেছেন, ‘তুমি হয়তো তাদের বদলাতে পারোনি, কিন্তু তারা তোমাকে শুনেছে। তোমার মতো বেশি বেশি মানুষ কথা বলতে থাকলে একদিন পরিবর্তন আসবেই।’

আরএইচ/






সমাবর্তন হার্ভার্ড ইউনিভার্সিটি চীনা শিক্ষার্থী ইউরং লুয়ানা জিয়াং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন