বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

এমবাপেকে একা থাকতে দিতে বললেন ফ্রান্স কোচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গত জুন মাসের পর ফ্রান্সের জার্সিতে কোনো গোল নেই কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদের সঙ্গেও ভালোভাবে মানিয়ে নিতে পারছেন না তিনি। সব মিলিয়ে গেল কয়েক মাস ভালো যাচ্ছে না ফরাসি ফরোয়ার্ডের। ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকেও বাদ পড়েছেন এমবাপে। এখন এমবাপেকে নিয়ে প্রশ্ন করলেও যেন বিরক্ত হন ফরাসি কোচ দেদিয়ের দেশম।

আজ বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) রাতে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে হোমম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচে এমবাপেকে দলে রাখেননি দেশম। ফরাসি তারকা দলে না থাকলেও আগ্রহের কেন্দ্রে থাকেন সব সময়। এমবাপেকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠাও স্বাভাবিক।

আরো পড়ুন : প্যারাগুয়েতে মেসি ও আর্জেন্টিনার জার্সিতে নিষেধাজ্ঞা!

ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন দেশম। সেখানে সাংবাদিকরা এমবাপেকে নিয়ে প্রশ্ন করেন। দেশম প্রথমে মজার ছলে নিলেও পরবর্তীতে বেশ গুরুত্ব দিয়েই প্রশ্নের উত্তর দেন।

দেশম বলেন, ‘শোনেন, আমি আপনাকে যা বলেছিলাম এখনও তাই বলছি। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন। আগামীকাল (আজ) আমার একটি খেলা আছে। এখানে ২৩ জন খেলোয়াড় আছে। কিলিয়ান (এমবাপে) এখানে নেই। দয়া করে তাকে একা থাকতে দিন।’

ফ্রান্সের আগের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষেও দলে ছিলেন না এমবাপে। সে সময় উরুর সামান্য ইনজুরির কারণে তাকে রাখা হয়নি। কিন্তু এবার ফর্মের কারণে তাকে বাদ পড়তে হলো।

এস/ আই.কে.জে/


এমবাপে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন