ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত সপ্তাহে টানা পাঁচদিন বন্ধের পর শেষ দু’দিন ব্যাংকের সীমিত সংখ্যক শাখা খোলা ছিল। ব্যাংক খোলা ছিল ৪ ঘণ্টা। রোববার থেকে দেশের সব শাখা খোলা থাকবে। লেনদেন হবে বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত। লেনদেন শেষে আনুষাঙ্গিক কাজ গোছাতে ব্যাংক খোলা থাকবে সাড়ে তিনটা পর্যন্ত।
রোববার ২৮শে জুলাই থেকে দেশের সব শাখা খোলা রেখে বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন শেষে ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত। অন্যদিকে শেয়ারবাজার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা থাকবে।
কারফিউ শিথিলতা আরও বাড়িয়ে ২৮ থেকে ৩০শে জুলাই সরকারি-বেসরকারি সব অফিস ৬ ঘণ্টা করে চলবে বলে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। এই তিন দিন অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে ব্যাংকিং সময় শুরু সকাল ১০টা থেকে। বিশেষ পরিস্থিতির কারণে অন্য সব অফিসের মতো গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা ব্যাংক লেনদেন হয়। তার আগে তিন দিন সাধারণ ছুটির কারণে সব বন্ধ ছিল।
আরও পড়ুন: ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ
সাধারণত ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন হয়। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সরকারি অফিস চলে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত।
এসি/কেবি