শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

সৌন্দর্যচর্চার সহজ ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

কে না চায় নিজেকে একটু সুন্দর দেখতে। তবে অনেকেই ব্যস্ত জীবনে সৌন্দর্যের একটি সহজ সমাধান চান। এই প্রতিবেদনে রইলো সৌন্দর্যচর্চার সহজ ৫ উপায়-

বেবি পাউডার দিয়ে ড্রাই শ্যাম্পু তৈরি করুন

যদি তাড়াহুড়োতে চুল ধোয়ার সময় না থাকে, তবে ড্রাই শ্যাম্পু খুব কাজের। আর যদি বাড়তি খরচ করতে না চান, তবে সহজ উপায় হতে পারে, বেবি পাউডার ব্যবহার। চুলের গোঁড়ায় এই পাউডার ছিটিয়ে দিন, এক মিনিট অপেক্ষা করুন। তারপর ব্রাশ বা হাত দিয়ে চুলে ভালো করে মিশিয়ে নিন। এটি তেল শুষে নিয়ে চুলকে পরিষ্কার এবং প্রাণবন্ত করবে।

সাদা আইলাইনার দিয়ে চোখ উজ্জ্বল করুন

আপনার চোখকে আরও বড় এবং সতেজ দেখাতে চান? ডার্ক শেডের বদলে আপনার ওয়াটারলাইনে সাদা বা নুড আইলাইনার ব্যবহার করতে পারেন। এটি আপনার চোখকে উজ্জ্বল এবং সুন্দর দেখাবে। কোনো জটিল মেকআপ কৌশল ছাড়াই এটি চোখের সৌন্দর্য বাড়ানোর একটি সহজ উপায়।

আরো পড়ুন : বিকেলে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ

লিপ বাম ব্যবহার করুন কিউটিকল ক্রিম হিসেবে

যদি কিউটিকল অয়েল না থাকে বা শেষ হয়ে যায়, চিন্তা করবেন না! লিপ বাম দিয়েই আপনি শুষ্ক কিউটিকলের যত্ন নিতে পারবেন। ব্যবহারের জন্য প্রথমে সামান্য পরিমাণ লিপ বাম নিন এবং নখের চারপাশের কিউটিকল বা ত্বকের শুষ্ক অংশে লাগান। এরপর আঙুল দিয়ে ধীরে ধীরে ঘষে বামটিকে ভালোভাবে মিশিয়ে দিন। এটি কিউটিকলকে আর্দ্রতা যোগ করবে ও শুষ্কতা দূর করবে। সেই সাথে আপনার হাতকে পরিচ্ছন্ন ও মসৃণ দেখাবে।

পারফিউম যেভাবে দীর্ঘস্থায়ী করবেন

আপনার সুগন্ধ দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখতে, পারফিউমটি সঠিক জায়গায় লাগান। যেমন, হাতের কবজি, কানের পিছনে এবং কনুইয়ের ভেতরের অংশে। এছাড়াও, একটি কার্যকর কৌশল হলো, কিছু পারফিউম আপনার হেয়ারব্রাশে স্প্রে করে চুলে ব্রাশ করা। এতে আপনার চুলে সুগন্ধ থাকবে। আর চলাফেরার সময় হালকা সুবাস ছড়িয়ে পড়বে। এটি আপনার সুগন্ধ আরও দীর্ঘস্থায়ী করবে।

পুরনো টুথব্রাশ দিয়ে এক্সফোলিয়েট করুন

পুরনো টুথব্রাশ ফেলে না দিয়ে, এটি দিয়ে আপনার ঠোঁট মোলায়েম করতে পারেন। সামান্য চিনি এবং মধু মিশিয়ে ব্রাশ দিয়ে ঠোঁটে লাগতে পারেন। এতে ঠোঁট হবে নরম ও লিপস্টিকের জন্য পারফেক্ট। ভ্রু ঠিক রাখতে এবং মাথার ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন।

এই সৌন্দর্য টিপসগুলো সহজ হলেও বেশ কার্যকর। যা আপনার রুটিনকে সহজ করবে এবং সময় ও অর্থ বাঁচাবে। চুলে ভলিউম যোগ করা থেকে শুরু করে চোখ উজ্জ্বল করা বা ত্বকের যত্ন নেওয়া পর্যন্ত, এই কৌশলগুলো আপনার সৌন্দর্য রুটিনকে সহজ করবে।

এস/কেবি

সৌন্দর্যচর্চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন