ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেগবান হচ্ছে এবং দলটির ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেও পুলিশ দিশেহারা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। শুক্রবার (৩১শে অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলের ‘ভয়েস বাংলা’তে দেওয়া এক বিশ্লেষণে এ মন্তব্য করেন তিনি।
মোস্তফা ফিরোজ বলেন, ডিএমপি বলছে- গত ১০ মাসে ৩ হাজার আ. লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতো নেতাকর্মীকে গ্রেপ্তার করেও আওয়ামী লীগকে থামানো যাচ্ছে না।
তিনি বলেন, সবচেয়ে বড় দিক হলো- আওয়ামী লীগের ঝটিকা মিছিল বড় হচ্ছে। তার মানে সরকারের জনপ্রিয়তা কমে যাচ্ছে; আওয়ামী বিরোধী শক্তিগুলোর গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে; এর ফলেই হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন মরিয়া হয়েছেন। হয়তো তাদের মিছিলের আহ্বানে অনেকেই সাড়া দিচ্ছেন।
তিনও বলেন, তারা মনে করছেন, গণঅভ্যুত্থান যেভাবে সফল হয়েছে, এভাবে মিছিল করতে করতে হয়তো ৬ মাস পর পরিস্থিতি পালটে যাবে এবং তাদের নেত্রী ফিরে আসবেন। সেই সম্ভাবনা থেকেই হয়তো তারা মিছিলগুলো করছেন।
তিনি আরো বলেন, আমি মনে করি এর একটা ভিত্তি আছে। কারণ এই মুহুর্তে আওয়ামী বিরোধী শক্তিগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই, বিরোধিতা চরমে, মুখোমুখি অবস্থা। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। চাঁদাবাজি-রাহাজানি বেড়েছে। এই কারণে সবার ভেতরে একধরনের মনোভাব জন্মেছে যে, তাহলে তো আওয়ামী লীগের আমলই ভালো ছিল। আওয়ামী লীগের একচেটিয়া শাসনামলে তাও কিছুটা নিয়ন্ত্রণ ছিল, এখন তো কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই। এই ধরনের চিন্তা বাড়ছে। ফলে আওয়ামী লীগের জনপ্রিয়তাও বাড়ছে।
মোস্তফা ফিরোজ বলেন, শেখ হাসিনা সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন সেটাকে ফেলে দেওয়া যাবে না। তাদের যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাদের অনেকেই মনে করেন তারা সরকার গঠন করার মতো অনেক আসন পাবেন। আর যদি সরকার গঠন করতে নাও পারে, তবে শক্তিশালী বিরোধিদল হিসেবে আবির্ভূত হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন