শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

হাওরে ধান চাষের পাশাপাশি হাঁসের খামার, লাভবান কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেত্রকোণার হাওরে হাঁসের খামার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। ধান, মাছ চাষ করার পাশাপাশি হাওরে এখন জনপ্রিয় হয়ে উঠেছে হাঁসের খামার।

নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুরের নূরপুর বোয়ালি গ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সী সজল মিয়ার একটি হাঁসের খামার রয়েছে। ৩১০০ হাঁসের এ খামারটিতে ডিম দেয় প্রায় ১৮০০টি হাঁস। তার খামারে হাঁসের বাচ্চা, ডিম এবং বড় হাঁস বিক্রি করে বছরে ৬০-৭০ লাখ টাকা আয় করেন তিনি। তার খামারে চৈত্র  মাসে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং জৈষ্ঠ্যমাসের শেষের দিকে বিক্রি করে দেওয়া হয়। তার খামার থেকে ডিম পাঠানো হয় ঢাকা, নোয়াখালী, বরিশাল, ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায়।

কৃষক বাবার সংসারে আর্থিক টানাপোড়ন চলছিল। বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই তিনি এ খামার গড়ে তুলেন। প্রাতিষ্ঠানিক কোনও প্রশিক্ষণ না থাকলেও হাওরাঞ্চলে অনেক কৃষক বংশ পরম্পরায় পূর্বপুরুষদের শেখানো পদ্ধতিতে কৃষিকাজ ও হাঁস পালন করে আসছেন।

হাওরপারের বোয়ালী গ্রামের  কৃষক আলী হোসেন বলেন, ধান চাষের পাশাপাশি  হাঁসের খামার করে আমরা লাভবান হচ্ছি। বন্যার পানি এসে অনেক বছর আমাদের ফসল নষ্ট করে দেয়। একটিমাত্র ফসল নষ্ট হয়ে গেলে সারাবছর আমাদের কষ্ট করে চলতে হয়। ফসল বিক্রি করেই আমাদের সংসার চলে। এজন্যই ধান চাষের পাশাপাশি আমরা লাভজনক কিছু করার চেষ্টা করছি। হাঁসের খামারে কম সময়ে বেশি লাভ করা যায়।

আরও পড়ুন: বিরামপুরে মাল্টা চাষে নীরব বিপ্লব

এসি/ আই.কে.জে


হাঁসের খামার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন