বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও আশ্রয় নেওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  

সোমবার (২৭শে মে) রাতে বরিশাল নগরের সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের আশ্রয়কেন্দ্রে ও বরিশাল অডিটোরিয়ামে আশ্রয় নেওয়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। 

তিনি গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই খাদ্য সহায়তা চলমান থাকবে।

আরো পড়ুন: আজ সকালেই দুর্বল হবে ঘূর্ণিঝড় রেমাল

এদিকে জেলা প্রশাসক বরিশালের নির্দেশনায় বরিশাল জেলার ১০টি উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝেও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। অপরদিকে ব্যক্তি উদ্যোগেও বরিশালের বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন অনেকে।

বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানা দিনভর প্লাবনের পানিতে আটকে পড়া মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। আবার হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনও বৈরী আবহাওয়ার মধ্যে দিনের বেলায় ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজখবর নিয়েছেন। তাদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। 

এইচআ/ 

ঘূর্ণিঝড় রেমাল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন