মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সংরক্ষিত আসনে তারানা হালিম ছাড়া নিপুন-অপু-মাহি কেউ নেই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিপুণ আক্তার, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়ার মতো বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। তবে তারকাদের মধ্যে সংরক্ষিত নারী আসনে তারানা হালিম ছাড়া কেউ মনোনয়ন পাননি। 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে টাঙ্গাইল থেকে মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী, আইনজীবী ও সমাজকর্মী তারানা হালিম।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম পড়ে শোনান।
 
দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ই মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এবার সংরক্ষিত আসনে প্রার্থী হতে ১ হাজার ৫৫৩ জন আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তন্মধ্য থেকে মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা হয়েছেন তাদের নাম প্রকাশ করছি।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- 

১. দ্রৌপদী দেবী আগরওয়ালা- ঠাকুরগাঁও

২. মোছা. আশিকা সুলতানা- নীলফামারী

৩. রেজিয়া ইসলাম- পঞ্চগড়

8. রোকেয়া সুলতানা- জয়পুরহাট

৫. কোহেলী কুদ্দুস- নাটোর

৬. জারা জাবীন মাহবুব- চাঁপাইনবাবগঞ্জ

৭. রুনু রেজা- খুলনা

৮. ফরিদা আক্তার বানু- বাগেরহাট

৯. মোসা. ফারজানা সুমি- বরগুনা

১০. খালেদা বাহার বিউটি- ভোলা

১১. নাজনীন নাহার রশীদ- পটুয়াখালী

১২. ফরিদা ইয়াসমিন- নরসিংদী

১৩. উম্মি ফারজানা ছাত্তার- ময়মনসিংহ

১৪. নাদিয়া বিনতে আমিন- নেত্রকোণা

১৫. মাহফুজা সুলতানা- জয়পুরহাট

১৬. পারভীন জামান- ঝিনাইদহ

১৭. আরমা দত্ত- কুমিল্লা

১৮. লায়লা পারভীন- সাতক্ষীরা

১৯. বেগম মন্নুজান সুফিয়ান- খুলনা

২০. বেদৌরা আহমেদ সালাম- গোপালগঞ্জ

২১. শবনম জাহান- ঢাকা

২২. পারুল আক্তার- ঢাকা

২৩. সাবেরা বেগম- ঢাকা

২৪. শাম্মী আহমেদ- বরিশাল

২৫. নাহিদ ইজাহার খান- ঢাকা

২৬. ঝর্না হাসান- ফরিদপুর

২৭. ফজিলাতুন নেসা- মুন্সীগঞ্জ

২৮. শাহিদা তারেখ দীপ্তি- ঢাকা

২৯. অনিমা মুক্তি গমেজ- ঢাকা

৩০. শেখ আনার কলি পুতুল- ঢাকা

৩১. মাসুদা সিদ্দীক রোজী- নরসিংদী

৩২. তারানা হালিম- টাঙ্গাইল

৩৩. বেগম শামসুর নাহার- টাঙ্গাইল

৩৪. মেহের আফরোজ- গাজীপুর

৩৫. অপরাজিতা হক- টাঙ্গাইল

৩৬. হাছিনা বারী চৌধুরী- ঢাকা

৩৭. নাজমা আক্তার- গোপালগঞ্জ

৩৮. রুমা চক্রবর্তী- সিলেট

৩৯. ফরিদুন্নাহার লাইলী- লক্ষ্মীপুর

৪০. আশ্রাফুন নেছা- লক্ষ্মীপুর

৪১. কানন আরা বেগম- নোয়াখালী

৪২. শামীমা হারুন- চট্টগ্রাম

৪৩. ফরিদা খানম- নোয়াখালী

৪৪. দিলোয়ারা ইউসুফ- চট্টগ্রাম

৪৫. ওয়াসিকা আয়শা খান- চট্টগ্রাম

৪৬. জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ- রাঙ্গামাটি

৪৭. সানজিদা খানম- ঢাকা

৪৮. মোছা. নাছিমা জামান (ববি)- রংপুর

এর আগে আজ গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওআ/ আই.কে.জে/

সংরক্ষিত নারী আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন