বৃহস্পতিবার, ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার কাছে যে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগের নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

তাদের বিরুদ্ধে মামলার বাদীদের হত্যা ও ঘরবাড়ি ভাঙচুরের হুমকি এবং তদন্ত ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে আদালত অবমাননার আবেদন করলে আজ বুধবার (৩০শে এপ্রিল) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

তাদের আগামী ১৫ই মে'র মধ্যে হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্প্রতি শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগের নেতা শাকিল আহমেদের মধ্যে কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তোমরাও তাদের তালিকা করো। অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি।’

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার এ অডিও সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে, কথোপকথনটি শেখ হাসিনা ও শাকিল আহমেদের মধ্যেই হয়েছে।'

তিনি বলেন, 'এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করেছিলাম। আদালত শুনানি করে আদালত অবমাননার নোটিশ ইস্যু করেছেন। ১৫ই মের মধ্যে তাদের হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। ১৫ই মে এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।’

এইচ.এস/

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন