বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অভিষিক্ত তানজিদের ফিফটি, ৮ উইকেটের বড় জয় পেলো বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথম টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে ৮ উইকেটের জয় পায় টাইগাররা। ১৫.২ ওভারে জয়ের জন্য ১২৫ রান তুলে বাংলাদেশ। দলের পক্ষে সবচেয়ে বেশি ৬৭ (৪৭) রান করেন অভিষিক্ত তানজিদ হাসান। তাওহীদ হৃদয় করেন অপরাজিত ৩৩ (১৮) রান।  উল্লেখ্য, ম্যাচে একাধিকবার হানা দেয় বৃষ্টি।  

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেন শুরু হয়েছিল উইকেট-বৃষ্টি। মুহূর্তেই এলোমেলো হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ার শঙ্কায় ছিল সফরকারী দল জিম্বাবুয়ে। 

কিন্তু ৮ম উইকেটে মাসাকাদজা–মাদান্দের ৬৫ বলে ৭৫ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে শুধু লজ্জাই এড়াল না, সেই সঙ্গে সম্মানজনক পুঁজিও দাঁড় করাল সফরকারীরা। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস।

স্বাগতিক বোলারদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এছাড়া দুটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদী। 

এইচআ/ আই.কে.জে


টি-২০ সিরিজ বাংলাদেশ-জিম্বাবুয়ে তানজিদ হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন