বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য লড়াই করছেন নেইমার জুনিয়র। এর মাঝেই সুখবর দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন তিনি।

বুধবার (২৫শে ডিসেম্বর) ধর্মীয় উৎসবের (বড়দিন) দিনে জমকালো এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন নেইমার ও বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির।

২০২২ সালে প্রথমবার প্রকাশ্যে আসে নেইমার ও ব্রুনার সম্পর্কের বিষয়টি। এর পরের বছর অক্টোবরে তাদের ঘরে আসে প্রথম কন্যাসন্তান মাভি। তার আগেই আগস্টে নেইমার-ব্রুনার মাঝে বিচ্ছেদের খবর আসে। মূলত, আরেক ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ফার্নান্দা কাম্পোসের সঙ্গে নেইমারের কথোপকথনের বিষয়টি জেনে যাওয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন ব্রুনা।

তবে মাভির কল্যাণে বিচ্ছেদের পরও দুজন কাছাকাছিই থাকেন। ফলে তাদের ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগে। এবার তারা আরও একটি সন্তানের প্রত্যাশায়। বড়দিনের অনুষ্ঠান ছাড়াও সেই সুখবর নিজেদের ইনস্টাগ্রাম একাউন্টেও জানিয়েছেন এই তারকা যুগল।

নেইমারকে ট্যাগ করে চতুর্থ সন্তানের ঘোষণায় ব্রুনা জানিয়েছেন, আমরা দারুণ এক সময় যাপন করছি। আমরা অসাধারণ এক খবর না জানিয়ে পারছি না যে, তিনি (সৃষ্টিকর্তা) আমাদের অনুরোধ শুনেছেন এবং পরিকল্পনা পূরণ করেছেন। স্বাগতম কন্যা! তুমি সুখ ও সুস্বাস্থ্য নিয়ে আসো। আমরা আমাদের পরিবারকে আরও পূর্ণতা দেওয়ার অপেক্ষায় আছি। সৃষ্টিকর্তা সমস্ত খারাপ দৃষ্টি থেকে আমাদের রক্ষা করুন।

এরই মাঝে আলোচনায় এসেছে নেইমারের তৃতীয় সন্তান ‘হেলেনা’র কথা। যার মা আমান্দা কিম্বারলি অনেকটা আড়ালেই রয়েছেন। এমনকি এই নারীর সঙ্গে নেইমারের সম্পর্কের বিষয়টিও সেভাবে খবরে আসেনি।

এই বিষয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, কিম্বারলি নেইমারের বোন রাফায়েলা সান্তোসের বান্ধবী। তাদের যুগল জীবনে আসে ‘হেলেনা’ নামে আরেক কন্যাসন্তান। যার বয়স বর্তমানে ৫ মাস। মাসখানেক আগে সাওপাওলোতে সেই সন্তানের জন্মের বিষয়টিও সামনে আনেন নেইমার।

এর আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের। তার মা ক্যারল ডান্তাস নেইমারের কৈশোরের বান্ধবী। তবে লুকার জন্মের পর দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। যদিও লুকার কল্যাণে আবার একত্রিতও হতে দেখা যায় নেইমার-ডান্তাসকে। পরে অবশ্য ব্রাজিলিয়ান এই কনটেন্ট ক্রিয়েটর আরেকটি সম্পর্কে জড়ান। যাদের সঙ্গে নেইমারের বড় সন্তান লুকা বার্সেলোনায় থাকে।

ওআ/কেবি

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন