মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা *** ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয় *** মৎস্য উন্নয়ন করপোরেশনে জনবল নিয়োগ *** স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয় *** বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ–বাণিজ্য, বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ *** হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন ড. ইউনূস

এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ বাংলাদেশের ২ জন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ হয়েছেন জামালপুরের আতিক মোরশেদ ও চট্টগ্রামের তীর্থ তালুকদার। এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে কারাতেতে আরও একধাপ এগিয়ে গেলো।

২৩-২৫শে আগস্ট ২০২৪ ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয় ২২তম এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব-২১ কারাতে প্রতিযোগিতার আসর। এ প্রতিযোগিতা উপলক্ষ্যে এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারি লাইসেন্স আপগ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এশিয়ার ২৮টি দেশের ১২৯ জন জাজ ও রেফারি অংশ নেন।

বাংলাদেশ থেকে কুমিতে জাজ হিসেবে ৪জন পরীক্ষায় অংশ নিয়ে ২জন উত্তীর্ণ হন। এর মধ্যে একজন জামালপুরের আতিক মোরশেদ এবং অপরজন চট্টগ্রামের তীর্থ তালুকদার। এছাড়াও কুমিতের ‘এ’ ক্যাটাগরীর লাইসেন্সধারী জাজ চট্টগ্রামের শরীফজাদা কাওসার এবার কাতায় লাইসেন্স আপগ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

আরো পড়ুন : ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জাজ হিসেবে এ গ্রেডে উন্নীত হওয়া আতিক মোরশেদ বলেন, ‘ক্রীড়া হিসেবে কারাতে আন্তর্জাতিক অঙ্গনে খুবই জনপ্রিয় এবং প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশের কারাতে ইভেন্টটির আরও ভালো অর্জনের জন্য কোয়ালিফাইড খেলোয়াড় এবং জাজ রেফারি তৈরিতে গুরুত্ব দেয়া উচিত। আমার এই ফলাফল এবং অভিজ্ঞতা দেশের কারাতের উন্নয়নে কাজে লাগাতে চাই।’ 

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সেন্টু বলেন, ‘বাংলাদেশের কারাতে জাজরা এ গ্রেডে উন্নীত হয়েছে। যা আমাদের একটি বড় অর্জন। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো এবং আমাদের খেলোয়াড় ও জাজ, রেফরিদের মান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে কাজ করে যাবো।’

এস/কেবি


কারাতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন