সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হায়দরাবাদে বাংলাদেশি কিশোরী উদ্ধার, বেরিয়ে আসছে ভারত–বাংলাদেশ মানব পাচার চক্রের তথ্য *** হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন *** বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রাখাইন সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা *** অধ্যাপক আবুল বারকাতের জামিনে মুক্তি চেয়ে ১২২ নাগরিকের বিবৃতি *** যুদ্ধ বন্ধে পুতিনের প্রস্তাবের ‘পক্ষে’ ট্রাম্প *** অর্থ পাচার করে বিদেশে গড়ে তোলা ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান *** বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়: তারেক রহমান *** আওয়ামী লীগের সরকারের বিষয়ে জুলাই সনদে দাবিটা অতিরঞ্জিত: ডেভিড বার্গম্যান *** সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি *** পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প পাস

এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ বাংলাদেশের ২ জন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ হয়েছেন জামালপুরের আতিক মোরশেদ ও চট্টগ্রামের তীর্থ তালুকদার। এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে কারাতেতে আরও একধাপ এগিয়ে গেলো।

২৩-২৫শে আগস্ট ২০২৪ ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয় ২২তম এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব-২১ কারাতে প্রতিযোগিতার আসর। এ প্রতিযোগিতা উপলক্ষ্যে এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারি লাইসেন্স আপগ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এশিয়ার ২৮টি দেশের ১২৯ জন জাজ ও রেফারি অংশ নেন।

বাংলাদেশ থেকে কুমিতে জাজ হিসেবে ৪জন পরীক্ষায় অংশ নিয়ে ২জন উত্তীর্ণ হন। এর মধ্যে একজন জামালপুরের আতিক মোরশেদ এবং অপরজন চট্টগ্রামের তীর্থ তালুকদার। এছাড়াও কুমিতের ‘এ’ ক্যাটাগরীর লাইসেন্সধারী জাজ চট্টগ্রামের শরীফজাদা কাওসার এবার কাতায় লাইসেন্স আপগ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

আরো পড়ুন : ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জাজ হিসেবে এ গ্রেডে উন্নীত হওয়া আতিক মোরশেদ বলেন, ‘ক্রীড়া হিসেবে কারাতে আন্তর্জাতিক অঙ্গনে খুবই জনপ্রিয় এবং প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশের কারাতে ইভেন্টটির আরও ভালো অর্জনের জন্য কোয়ালিফাইড খেলোয়াড় এবং জাজ রেফারি তৈরিতে গুরুত্ব দেয়া উচিত। আমার এই ফলাফল এবং অভিজ্ঞতা দেশের কারাতের উন্নয়নে কাজে লাগাতে চাই।’ 

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সেন্টু বলেন, ‘বাংলাদেশের কারাতে জাজরা এ গ্রেডে উন্নীত হয়েছে। যা আমাদের একটি বড় অর্জন। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো এবং আমাদের খেলোয়াড় ও জাজ, রেফরিদের মান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে কাজ করে যাবো।’

এস/কেবি


কারাতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন