বৃহস্পতিবার, ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আলুর কালোজাম মিষ্টি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কালোজামের স্বাদে মুগ্ধ কমবেশি সবাই। সাধারণত মিষ্টির দোকান থেকে কিনে কিংবা ঘরে তৈরি করেও অনেকে এই মিষ্টি খান। তবে কখনো কি আলু দিয়ে তৈরি মিষ্টি খেয়েছেন তাও আবার কালোজাম? এই মিষ্টি একবার খেলেই মুখে সব সময় এর স্বাদ লেগে থাকবে। মাত্র দুটি আলু দিয়েই তৈরি করতে পারবেন কালোজাম মিষ্টি। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. আলু সেদ্ধ ২টি

২. ময়দা আধা কাপ

৩. গুঁড়া দুধ আধা কাপ

৪. চিনি পরিমাণ মতো

৫. সুজি ২টেবিল চামচ

আরো পড়ুন : রেস্তোরাঁর মতো গার্লিক মাশরুম বানাতে পারবেন বাড়িতেই!

৬. লবণ স্বাদমতো

৭. বেকিং সোডা ১/৪ চা চামচ

৮. এলাচ ২টি ও

৯. ঘি ৪ টেবিল চামচ।

পদ্ধতি

আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিন। এবার আলু সেদ্ধ, ময়দা, গুঁড়া দুধ, লবণ, বেকিং সোডা, সুজি ও ৩ টেবিল চামচ ঘি দিয়ে ৫ মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। ১০ মিনিট পর আরও একটু মেখে কালোজামের আকৃতি দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আঁচ কমিয়ে একটু কালো করে ভেজে নিতে হবে।

এবার অন্য পাত্রে দেড় কাপ চিনি ও এক কাপ পানি ফুটিয়ে নিন। এলাচ মিশিয়ে দিন। চিনির সিরা ফুটতে শুরু করলে এর মধ্যে কালোজাম দিয়ে ২ মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ঘণ্টাখানেক।

এবার ১ টেবিল চামচ গুঁড়ো দুধ ও সামান্য ঘি দিয়ে মেখে তৈরি করুন মাওয়া। ঘণ্টাখানেক পর মিষ্টি একটি পাত্রে তুলে নিন। এর উপর মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু আলুর কালোজাম।

এস/কেবি

আলুর কালোজাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন