ছবি : সংগৃহীত
ইউক্রেনের সঙ্গে আগামী চার দিনের মধ্যে শান্তি আলোচনায় তুরস্কের ইস্তাম্বুলে বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার (১০ই মে) রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন পুতিন। খবর সিএনএনের।
এ সময় তিনি জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়া সরাসরি আলোচনায় জন্য প্রস্তুত। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত।
প্রেসিডেন্ট পুতিন বলেন, বিশেষ গুরুত্ব সহকারে আমরা আলোচনা করতে আগ্রহী। এ সংঘাতের আসল কারণ খুঁজে বের করে তা সমাধানে এগিয়ে যেতে চাই। চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই আলোচনায় বসতে চাই।
এদিকে রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মস্কো যুদ্ধবিরতির ব্যাপারে চিন্তা করবে। যদি চাপ প্রয়োগের চেষ্টা করা হয়, তাহলে কোনো লাভ হবে না।
আজ রোববার (১১ই মে) পুতিন জানিয়েছেন, যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে দ্রুতই বিস্তারিত আলোচনা করা হবে।
আরএইচ/