সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে জানিয়ে অপারেশন সিঁদুর, যা বললেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে জানানো হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার এ অভিযোগকে কেন্দ্র করে ভারতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, অপারেশন শুরুর আগেই পাকিস্তানকে সতর্ক করাটা ছিল ‘অপরাধ’। 

তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাহুলের এমন অভিযোগকে ‘ভুয়া’ বলে দাবি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে জানানো হয়েছিল এমন বিবৃতিটি ‘মিথ্যাভাবে উপস্থাপন করা হচ্ছে’। খবর এনডিটিভির।

শনিবার (১৭ই মে) এক্সে একটি ভিডিও শেয়ার করেন রাহুল গান্ধী, যেখানে জয়শঙ্করকে বলতে শোনা যায়, ‘অপারেশন শুরুর সময় আমরা পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিলাম যে, আমরা কেবল জঙ্গি ঘাঁটিগুলোর ওপর আঘাত হানব। কোনো সামরিক স্থাপনার ওপর নয়। পাকিস্তান সেনাবাহিনীর উচিত ছিল এতে না জড়ানো। তারা আমাদের পরামর্শ মানেনি।’

এ বক্তব্য উদ্ধৃত করে কংগ্রেস নেতা রাহুল বলেন, ‘প্রতিরক্ষা অভিযানের শুরুতেই পাকিস্তানকে তথ্য দেওয়া একটি অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে, সরকার তা করেছে। পাকিস্তানকে তথ্য দেওয়ার অনুমতি কে তাকে দিল?’ এ ছাড়া ওই অভিযানে ভারতীয় বিমানবাহিনীর কতটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সে প্রশ্নও তোলেন রাহুল গান্ধী।

এইচ.এস/

রাহুল গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন